দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘হাইড্রোজেন কার’ অর্থাৎ বাতাস চালিত গাড়ি বাজারে আসছে, এই গাড়ি খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। এতে জ্বালানী হিসেবে ব্যবহার হবে হাইড্রোজেন, ফলে অন্য কোন গ্যাস বা ডিজেল এতে ব্যায় হবেনা।
‘লিন্ডে’ নামের একটি প্রতিষ্ঠান এমন গাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে, তারা মূলত হাইড্রোজেন উৎপাদনের ক্ষেত্রে পারদর্শী। লিন্ডে জানায়, আমরা এমন গাড়ি তৈরি করেছি যা সাধারণ গতানুগতিক কোন জ্বালানী ব্যবহার হবেনা। এই গাড়িতে ব্যবহার হবে হাইড্রোজেন! অর্থাৎ বাতাস, এও কি সম্ভব? হ্যাঁ সম্ভব, উদ্ভাবকরা বলেন এ গাড়ির একজস্টে কোনো ধোঁয়া নেই, শুধু ফোঁটা ফোঁটা জল ঝরে৷ গাড়ির প্রায় কোনো আওয়াজ নেই৷ একবার ট্যাংক ভরলে চারশো কিলোমিটার যেতে পারে৷
এদিকে বর্তমান সময়ে বিশ্ব ব্যপি পরাশক্তিদের মাঝে চলছে শীতল যুদ্ধ, এই যুদ্ধ মূলত খনিজ জ্বালানীর দখল এবং মজুদকে কেন্দ্র করেই! ফলে এমন কোন প্রযুক্তি যদি পৃথিবীতে আসে যা ব্যবহারে কোন খনিজ জ্বালানী নয় ব্যবহার হবে পৃথিবীর অফুরন্ত বাতাস! তবে জ্বালানী নিয়ে মানুষের মাঝে বাড়তি চাহিদা মোকাবেলা করা সম্ভব হবে।
আপাতত এই গাড়ির দাম ৬০ হাজার ইউরো, যা সাধারণ গাড়ির প্রায় দুই গুন। কিন্তু এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে গাড়ির মূল্য কিছুটা বেশি হলেও এক্ষেত্রে আপনি জ্বালানীর দিক দিয়ে সাশ্রয় পাচ্ছেন। এখন এই গাড়ি বাজারে পাওয়া না গেলেও এক সময় এই গাড়ির চাহিদা সাধারণ গাড়িকে ছাড়িয়ে যাবে বলেই বিশ্লেষকরা মনে করছেন।