দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলা চলচ্চিত্রের এক সময়ের সাড়া জানানো নায়ক সোহেল রানার ছেলে মাশরুর পারভেজের অভিষেক ঘটতে যাচ্ছে। তার প্রথম চলচ্চিত্র ‘অদৃশ্য শত্রু’ কাল ২২ আগস্ট মুক্তি পাচ্ছে।
সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘অদৃশ্য শত্রু’ চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। আগামী ২২ আগস্ট সারাদেশে মুক্তি পাচ্ছে এই ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন আকিব পারভেজ ও মাশরুর পারভেজ। ছবিটি পারভেজ ফিল্মসের ৩০তম প্রযোজনা।
এ উপলক্ষে আয়োজিত ১৮ আগস্ট রাজধানীর একটি রেস্তোরাঁয় এক অনুষ্ঠােনে বাবা সোহেল রানার হাত ধরে সবার সামনে হাজির হন মাশরুর পারভেজ জিবরান। চলচ্চিত্রে তিনি ইয়ুল রাইয়ান নামে অভিষিক্ত হচ্ছেন বলে জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের ‘অদৃশ্য শত্রু্’র গান এবং ট্রেলারও দেখানো হয়।
এই ছবিতে সোহেল রানা নিজেও অভিনয় করেছেন। তিনি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন, আর পুলিশ অফিসারের চরিত্রে রয়েছে তার ছেলে ইয়ুল রাইয়ান। এই চলচ্চিত্রের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- সুচরিতা, আহমেদ শরীফ, জায়েদ খান ও নবাগতা নায়িকা প্রিয়া আমান।
অনুষ্ঠানে সোহেল রানা আশাবাদ ব্যক্ত করে বলেন, পুরোনোরা চিরদিন থাকবেন না, নতুন প্রজন্মের অভিনয় শিল্পীরা বর্তমানে চলচ্চিত্রের মান মর্যাদা বজায় রাখবেন এটিই তাঁর একমাত্র কামনা।