The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

স্যামসাং আনছে ধাতব বডির গ্যালাক্সি আলফা

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ স্যামসাং এবার ‘গ্যালাক্সি আলফা’ নামে ধাতব কাঠামোর একটি স্মার্টফোন বাজারে আনছে। স্যামসাং তাদের এই নতুন স্মার্টফোনটিকে ‘গ্যালাক্সি নকশার ক্ষেত্রে বিবর্তন’ বলে দাবি করছে। কিন্তু টেকব্লগাররা বলছেন ধাতব কেসিং ছাড়া গ্যালাক্সি এস ফাইভের সাথে ‘গ্যালাক্সি আলফা’র তেমন একটা পার্থক্য খুজে পাওয়া যাচ্ছে না।


samsung_galaxy_alpha_gold

আগামী সেপ্টেম্বর মাসে সারাবিশ্বের প্রায় ১৫০টি দেশের বাজারে পাওয়া যাবে ধাতব কাঠামোর গ্যালাক্সি আলফা। মজার বিষয়টি হলো অপর আরেক টেকজায়ান্ট অ্যাপল তার পরের মাসেই আনছে আইফোন ৬। স্যামসাং আনুষ্ঠানিক কোন ঘোষণার মাধ্যমে তাদের নতুন এই পণ্যের দামের বিষয়ে কিছু জানায়নি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টমসহার্ডওয়্যার মনে করছে এর দাম হতে পারে ৬৮৯ মার্কিন ডলার। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট বরাত দিয়ে আরো জানা যায় যে, এতে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ৪.৪.৪ কিটক্যাট সংস্করণ। ৪.৭ ইঞ্চি মাপের সুপার অ্যামোলেড ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটির ওজন মাত্র ১১৫ গ্রাম। যা গ্যালাক্সি এস৫ এর চেয়ে অনেক কম। গ্যালাক্সি আলফায় আরো থাকছে অক্টাকোর চিপসেট, দুই গিগাবাইট র‍্যাম, ৩২ গিগাবাইট ডিফল্ট স্টোরেজ সুবিধা। স্মার্টফোনটির ব্যাক ক্যামেরা হবে ১২ মেগাপিক্সেল ও ফ্রন্ট ক্যামেরা ২.১ মেগাপিক্সেল।

samsung_galaxy_alpha_black_leak_culeaks_twitter

বার্তাসংস্থা বিবিসির এক প্রতিবেদন থেকে জানা যায় যে, নতুন স্মার্টফোনটি নিয়ে স্যামসাং আসলে বাজার দখলের প্রতিযোগিতায় নামছে। আর স্যামসাং এর এই প্রতিযোগিতা যে অ্যাপলের সাথে তা আর নতুন করে বলার কিছু নেই।

তথ্যসূত্রঃ ইন্ডিপেন্ডেন্ট

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali