দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অবশেষে ভক্তদের মাঝে উচ্ছ্বাসের বন্যা বয়ে গেলো। এর কারণ হলো বিশ্বখ্যাত অলরাউন্ডার সাকিব আল হাসানের শাস্তি কমিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
গতকাল মঙ্গলবার বিসিবির সভায় সাকিব আল হাসানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা কমানো হয়েছে। ১৫ সেপ্টেম্বর হতে দেশের হয়ে আন্তর্জাতিক এবং ঘরোয়া ক্রিকেট ম্যাচে খেলতে পারবেন দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সভায় সাকিবের শাস্তি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।
নাজমুল সাংবাদিকদের এ বিষয়ে জানান, সভায় সাকিবের আপিলের আবেদন নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়। সাকিবের ভেতর কিছু ইতিবাচক দিক দেখা দেওয়ার বিষয়টি এতে প্রাধান্য পেয়েছিল। অপরদিকে সাকিবের দেওয়া আপিলের চিঠি দেখেও বোর্ড সন্তুষ্ট।
বিসিবি সভাপতি আরও বলেন, ‘আমরা মনে করেছি যে, তার ব্যবহারে কিছু পরিবর্তন এসেছে। আমাদের সে বারবার আশ্বস্ত করেছে, এই ধরণের ভুল আর সে করবে না।’
তবে বিদেশের টুর্নামেন্টে খেলার বিষয়ে সাকিবের ওপর নিষেধাজ্ঞা রয়েই যাচ্ছে। নিষেধাজ্ঞা কমে আসার কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলতে পারবেন সাকিব আল হাসান।
উল্লেখ্য, শৃঙ্খলাভঙ্গের কারণে গত ৭ জুলাই সাকিবকে সব ধরণের ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করে বিসিবি। আগামী দেড় বছর দেশের বাইরেও কোনো প্রতিযোগিতায় খেলার জন্য তাকে অনাপত্তিপত্র না দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। পরে শাস্তি মওকুফের জন্য বিসিবিতে আপিল করেন সাকিব আল হাসান।
This post was last modified on আগস্ট ২৭, ২০১৪ 9:48 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ব্রণ বিষয়ে চিকিৎসকরা মনে করেন, অ্যাডাল্ট অ্যাকনির নেপথ্যে মূল কারণ…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সেরা প্রযুক্তি আও উদ্ভাবনের জোরে বিনোদনের সংজ্ঞাকে প্রতিনিয়ত পাল্টে দিচ্ছে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিটামিন বি১২ শরীরের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে। তাই এই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ (সোমবার) আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলা সিনেমার কিংবদন্তী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত ৩ দিনে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভিডিও ভাইরাল করতে গিয়ে এক যুবক দেশলাই জ্বালিয়ে পেট্রোলের উপর…