দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের জীবনে এমন কিছু দুঃখের কিংবা বিব্রতকর ঘটনা ঘটে যার স্মৃতি আমাদের সারা জীবন কষ্ট দেয়। তখন মনে হয় পেন্সিল এর লেখার মত খারাপ স্মৃতি গুলো যদি মুছে ফেলা যেত তাহলে ভালই হত। আর আপনিও যদি কখন এমনটা ভেবে থাকেন তবে আপনার জন্য সুখবর। অদূর ভবিষ্যতে চাইলেই আপনি আপনার দুঃখের, বিব্রতকর কিংবা আযাচিত কিছু স্মৃতি যা আপনি আর মনে করতে চান না তা মুছে ফেলতে পারেন। অন্তত এমনটাই বলছেন যুক্তরাষ্ট্রের ম্যাকলিন হসপিটাল ইন ম্যাসাচুসেটস আর একদল গবেষক।
জেনন নামের এক ধরনের চেতনা নাশক গ্যাস ব্যবহার করে মুছে ফেলা যাবে পূর্বের কিছু কষ্টের স্মৃতি। ইঁদুরের ওপর পরীক্ষা চালিয়ে প্রাথমিক ভাবে সফলতা পেয়েছেন তারা। হাভারড মেডিকেল স্কুলের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও ম্যাকলিন হসপিটাল ইন ম্যাসাচুসেটস এর গবেষক এডওয়ার্ড জি মেলোনির নেতৃত্বে এই দলটি গবেষণা চালিয়ে যাচ্ছে। মেলোনি বলেছেন, কষ্টের স্মৃতি কমিয়ে আনায় জেনন গ্যাসের কার্যকারিতার প্রমান আমরা পেয়েছি। পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি) চিকিৎসায় যুগান্তকারী আবিস্কার হতে পারে এটি।
সিনেমার কাহিনীর মত ইলেকট্রিক শক কিংবা ব্রেইন ওয়াশ নয়, জেনন গ্যাস ব্যবহার করে মুছে ফেলা যাবে স্মৃতি। গবেষক দলটির প্রধান জানিয়েছেন, প্রাথমিকভাবে স্বল্প মাত্রায় ইঁদুরের ওপর জেনন গ্যাস প্রয়োগ করায় এরা ভয়ের স্মৃতি ভুলে যাচ্ছে বলে নিশ্চিত হওয়া গেছে। মানুষের ক্ষেত্রে প্রয়োগের সময় তারা রোগীর অক্সিজেন এর সাথে জেনন গ্যাস মিশিয়ে তা গ্রহন করাবেন এবং কষ্টের স্মৃতি মনে করানোর চেষ্টা করবেন।
পুরনো স্মৃতি মনে করানোর সময় মস্তিষ্ক যখন স্মৃতিগুলোকে আবার নতুন স্মৃতি হিসেবে তৈরি করতে শুরু করবে তখন আবার জেনন গ্যাস প্রয়োগ করে নতুনভাবে স্মৃতি তৈরির পদ্ধতি কে আটকে দেয়া হবে। এভাবেই মানুষ তার দুঃখের স্মৃতি থেকে নিস্তার পাবে। গবেষক দলটি এই পদ্ধতি নিয়ে অনেক আশাবাদি। পদ্ধতিটি কার্যকরভাবে প্রয়োগ করা গেলে মানুষকে সারা জীবন দুঃখের স্মৃতি বয়ে বেড়াতে হবে না। পুরনো দুঃখ ভুলে নতুনভাবে জীবন শুরু করতে পারবে সবাই।
This post was last modified on জানুয়ারী ১৬, ২০২৪ 2:31 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাষাগত ব্যবধান কমাতে জনপ্রিয় যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি বিল্ট–ইন…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার এক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইতালির মিলান থেকে লন্ডনগামী একটি বিমানে উড়ান শুরু হওয়ার পর…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ১ পৌষ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাস্থ্য রক্ষায় ব্যায়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর তার মধ্যে সবচেয়ে সহজ,…