দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশে এই প্রথমবারের মতো আটক করা হয়েছে স্যাটেলাইট ফোন। চট্টগ্রামে মাদক পাচার চক্রের কাছ থেকে এই স্যাটেলাইট ফোন আটক করা হয়েছে।
চট্টগ্রামে আকটকৃত এই স্যাটেলাইট ফোন নেটওয়ার্ক পর্যবেক্ষণের মতো প্রয়োজনীয় প্রযুক্তি সরাকারের বিটিআরসি কিংবা অন্যকোন সংস্থার নেই বলে নিশ্চিত করেছে বিশেষজ্ঞরা। সংশ্লিষ্টদের মনে করছেন, আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর নজর এড়ানোর জন্য বাংলাদেশ- মিয়ানমার সীমান্তের মাদক পাচার চক্রর সদস্যরা এই ফোন ব্যবহার করে আসছে। গত সোমবার রাতে চট্টগ্রামের বন্দরটিলা এলাকা থেকে একটি স্যাটেলাইট ফোনসহ ইয়াবা পাচার চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে র্যাব। তাদের নিকট হতে উদ্ধার হওয়া স্যাটেলাইট ফোনটি যুক্তরাষ্ট্রের বহুল ব্যবহৃত ইরিডিয়াম ব্র্যান্ডের। দেশী অপরাধী চক্রের হাতে এটাই প্রথম স্যাটেলাইট কোনো ফোন আটকের ঘটনা।
র্যাব সংবাদ মাধ্যমকে বলেছে, ইতিপূর্বে ভারতের আসামের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন ইউনাইটেড লিবাশেন ফ্রন্ট অব আসাম যাকে বলা হয় ‘উলফা’। এর শীর্ষ কমান্ডার অনুপ চেটিয়ার নিকট হতে এই ধরনের স্যাটেলাইট ফোন উদ্ধার করার হয়েছিল। বিশ্বের বড় বড় জঙ্গি এবং মাদকপাচারকারী চক্র এই ধরনেরর স্যাটলাইট ফোন প্রযুক্তি ব্যবহার করে অপরাধ কর্মকান্ড পরিচালিত করে থাকে। এই ধরনের যোগাযোগ নেটওয়ার্ক ট্র্যাক কিংবা মনিটরিং এর কোন প্রযুক্তি বাংলাদেশের নেই বলেও র্যাব এর ওই সূত্র সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে।
উল্লেখ্যে, প্রচলিত মোবাইলে নেটওয়ার্কের কানেকশন অপারেটরের নিজস্ব টাওয়ার হতে পেয়ে থাকলেও, স্যাটেলাইট মোবাইলের জন্য সিগন্যাল আসে সরাসরি স্যাটেলাইট থেকেই। আর তাই স্যাটেলাইট মোবাইল যে কোন জায়গা থেকেই ব্যবহার করা সম্ভব। এরজন্য কোনো টাওয়ারের প্রয়োজন হয় না।
This post was last modified on সেপ্টেম্বর ১৩, ২০১৪ 11:44 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…