দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত এবং আমৃত্যু কারাদণ্ড প্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে অবিলম্বে মুক্তির দাবিতে দুই দিনের হরতালের প্রথম দিন আজ। তবে এই হরতাল চলছে কোনো পিকেটিং ছাড়ায়!
রাজধানীতে জামায়াত-শিবিরের কোনো তৎপরতা না থাকায় পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা কর্মীদের রাস্তার মোড়ে মোড়ে নীরব বসে থাকতে দেখা গেছে। ভোর ৬টা থেকে শুরু হওয়া এই হরতাল চলবে কাল শুক্রবার ভোর ৬টি পর্যন্ত। আবার আগামী রবিবারও রয়েছে হরতাল।
আজ বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন েএলাকা ঘুরে কোথাও জামায়াত-শিবিরের পিকেটিং করতে দেখা যায়নি। রাজধানীর রামপুরা, বাড্ডা, মালিবাগ, গুলশান, বনানী, মহাখালী, মিরপুর, কচুক্ষেতসহ বেশ কিছু এলাকা ঘুরে কোথায়ও হরতাল সমর্থনে জামায়াত-শিবিরের মিছিল দেখা যায়নি। অপরদিকে হরতাল প্রতিরোধে সরকার দলীয় নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে মিছিল করেছে।
রাজধানীতে সিএনজি ও কিছু মিনিবাস চলছে। তবে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। ট্রেন ছেড়েছে যথারিতি। তবে প্রাইভেট কার চলতে দেখা যায়নি। এলাকাভিত্তিক দোকানপাট খোলা থাকলেও বড় মার্কেটগুলো বন্ধ রয়েছে। দেশের বিভিন্ন এলাকায় জামায়াত-শিবিরের মিছিল হয়েছে। তবে অনেক স্থান থেকে মিছিলকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশ গ্রেফতারও করেছে।
This post was last modified on সেপ্টেম্বর ১৮, ২০১৪ 12:43 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বলিউডের দুই অভিনেত্রী কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’…