দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের কমিক্স, চলচিত্র কিংবা বাস্তব জগতের মানুষ অনেকের সাথে সারাবিশ্ব থেকে তুলে আনা অনেক কুকুরের ছবির মিল পাওয়া যায়, যদিও এসব কাকতালীও বিষয় তাও খুব ভালো ভাবে দেখলেই আপনি মিল খুজে পাবেন।

অনেক কুকুর দেখতে তাওয়েলের মত। এক এক কুকুরের সাথে এক এক জিনিসের মিল অদ্ভুত। চলুন দেখা যাক একে একে…
১) তাওয়ালের মত দেখতে কুকুর

২) দি এডাম ছবির কাজিন ইটটি মত দেখতে যখন কুকুর

৩) পোকার শুটকিটের মত দেখতে কুকুর

৪) এই কুকুর এর সাথে আপনি জাবা দ্যা হাট চরিত্রের কোনও অমিল পাবেন না

৫) এখানে আপনি বোকা বনে যাবেন কোনটা আসল খুজে নিতে। দেখুন…

৬) কুকুর দেখতে যখন ভেড়ার মত হয়!

৭) ঝুল ঝাড়ু এর সাথে এই কুকুরের অবিকল মিল, এমন কুকুরও থাকে!

৮) দেখুনতো আইস এইজ ছবির কোন চরিত্রের সাথে নিচের কুকুরের মিল পাচ্ছেন?

৯) খাওয়ার বন রটির সাথে এই কুকুরের আজব মিল।

১০) ফ্রাইড চিকেন এর সাথে এই কুকুর ছানাদের আলাদা করাটাই কস্ট হয়ে যাচ্ছে।

১১) হাতির কানের মত কান আছে এই কুকুরের।
