The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ঈদে ছোট পর্দায় পপির টেলিছবি ‘নীলকষ্ট’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঈদ এলে দু’চারটি বিশেষ নাটক অথবা টেলিছবিতে অভিনয় করেন বড় পর্দার নায়িকা পপি। এবারের ঈদেও এর ব্যতিক্রম হয়নি। ঈদে ছোট পর্দায় পপির টেলিছবি ‘নীলকষ্ট’ দেখতে পাবেন দর্শকরা।

Popy-01

একাধিকবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনয়শিল্পী পপি। বড় পর্দায় তাঁর বিশেষ খ্যাতি থাকলেও অনেক দিন নতুন কোনো ছবিতে পপিকে দেখা যাচ্ছে না। তিনি এখন ঈদের কারণে ছোট পর্দায় অভিনয় নিয়ে ব্যস্ত। এবারের ঈদেও পপির টেলিছবি দেখা যাবে। এবারের পপির টেলিছবির নাম ‘নীলকষ্ট’।

Popy-02

একুশে টিভির জন্য নির্মিত এই টেলিছবিতে অভিনয় করেছেন পপি। বি ইউ শুভর পরিচালনায় ‘নীলকষ্ট’ টেলিছবিতে তাঁর সহশিল্পী হচ্ছেন টিভির এই প্রজন্মের আরেক অভিনেতা অপূর্ব।

Popy-03

জানা গেছে, ‘নীলকষ্ট’ ছাড়াও ঈদে আরও কয়েকটি টিভি চ্যানেলের অনুষ্ঠানেও পপিকে দেখা যাবে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...