দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনি কি খুব ভালো কিংবা সরল? আপনি কি জীবনে একজন সঙ্গিনীর অভাব বোধ করছেন খুব বেশি কিন্তু পাচ্ছেন না মনের মানুষের দেখা? হ্যা আজ আমরা দেখা চেষ্টা করবো কেনো একজন বেশি ভালো চেলে হওয়ার পরেও প্রেমিকা পাওয়া যায়না!
একজন ভালো চেয়ে হওয়ার কারনে আপনার চরিত্রে কিছু বিশিষ্ট থাকে যার কারনে আপনি প্রেমিকা পান না। আমরা আজ দেখার চেষ্টা করবো কি সেসব বিশিষ্ট। চলুন দেখে নেয়া যাক-
আপনি কেনো যেকোনো ভালো স্বভাবের ছেলে কখনোই গায়ে পড়ে কোন মেয়ের কাছে গিয়ে ন্যাকামো করবেনা। ফলে মেয়েরা আগ বাড়িয়ে আপনার কাছে আসবেনা এটা ধরেই রাখুন। এতে করে আপনার সঙ্গিনী কিংবা প্রেমিকা যাই বলুন পাওয়ার সম্ভাবনা কমে গেলো।
প্রেম ভালোবাসা মানেই হচ্ছে চলা কলা ছলনা। আপনি একজন সাধারণ মানুষ হিসেবে অবশ্যই এসব জিনিস বুঝতে চাইবেন কম, ফলে আপনার প্রমিকা এসব না পেয়ে কেনো আপনার কাছে যেচে আসতে চাইবে বলুন?
এটা চিরাইত ধারণা মেয়েদের তারা মনে করে ভালো ছেলেরা হবে সহজ সরল এবং কম রোম্যান্টিক। এদের বাইরের জগত সম্পর্কে ধারণা কম থাকে।
ভালো ছেলেরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবে এবং আড্ডা পার্টি হই হুল্লোড় এসব খুব একটা পছন্দ করেনা ফলে বর্তমান সময়ের প্রেমিকারা চায় তার প্রেমিক তাকে নিয়ে এসব করবে ঘুরবে বেড়াবে।
প্রেমিকা চায় তার নামে প্রশংসা করুক তার প্রেমিক কিংবা নানান বিষয়ে অনেক সময় সত্যিটা বলে দিলে প্রেমিকা সেটা সহজ ভাবে নাও নিতে পারে ফলে মনে রাখবেন আপনি যদি খুব একটা মিথ্যাবাদী না হোন তোবে আপনার কপালে প্রেমিকা পাওয়ার সম্ভাবনা খুবি কম।
ভালো ছেলেদের এটা একটা সাধারণ ব্যপার, এরা খুব আবেগি এবং খুব সহজেই সিরিয়াস হয়ে যায়। এখন মেয়েরা প্রেম করার আগে ছেলেদের বাজিয়ে দেখে শুরুতেই প্রেমে পড়ে যায়না এক্ষেত্রে আপনি শুরুতেই যদি প্রেমে গদগদ হয়ে যান তোবে ভুল করবেন।
অতএব, উপরের এসব কারণ এর জন্য আপনি ভালো ছেলে হয়েও ভালো প্রেমিকা পান না, তবে এর ব্যতিক্রম থাকতেই পারে। আপনার যদি আলাদা মতামত থাকে তোবে মন্তব্য ঘরে তা জানাতে পারেন।
ছবি- গুগোল থেকে সংগৃহীত।
This post was last modified on ফেব্রুয়ারী ১৪, ২০১৭ 11:29 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ২৮ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একদিনে কিন্তু ওজন কমানো সম্ভব নয়। দিনের পর দিন জিমে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ গোল্ড সঞ্চয়কে সবার জন্য আরও সহজ, স্বাচ্ছন্দ্যময় এবং ঝামেলাহীন করতে…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের প্রথম সিডিএমএ প্রযুক্তি ব্যবহারকারী মোবাইলফোন অপারেটর সিটিসেল আবারও সাশ্রয়ী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই প্রথমবারের মতো জুটি হয়ে পর্দায় আসতে যাচ্ছেন বলিউডের দুই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা এবং লেবাননে গণহত্যা চালানোর ঘটনায় বর্বর ইসরায়েলের…