দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০১৪ খৃস্টাব্দ, ১৭ আশ্বিন ১৪২১ বঙ্গাব্দ, ৬ জিলহজ্ব ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি নদীতে জেলেদের মাছ ধরার দৃশ্য। বড়ই চমৎকার এই দৃশ্য। আমাদের দেশের জেলেরা রাত নেই দিন নেই এভাবেই নদীতে জাল টানেন। আর সেগুলো বিক্রি করে যা পান তা দিয়ে কোনো মতে চলে তাদের সংসার।
একদিন কোনো কারণে মাছ ধরতে নদীতে না গেলে না খেয়ে উপস থাকতে হয় পরিবার পরিজন নিয়ে। এভাবেই চলে আমাদের দেশের জেলে পরিবার। অথচ আমরা কি কখনও তাদের কোনো খোঁজ রেখেছি? আজকের সকালে এমন একটি প্রাকৃতিক সৌন্দর্যের ছবির জন্য এর আলোকচিত্রীকে অশেষ ধন্যবাদ।
ছবি: somewhereinblog.net muslima jahan setu সৌজন্যে।