দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বায়ান্নর ভাষা আন্দোলনের এক অকুতভয় সৈনিক ভাষা মতিন আর নেই। তিনি আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছেন। আজ বুধবার সকাল ৯টায় পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর লাইফ সাপোর্ট তুলে নিলে চির বিদায় নেন ইন্নালি…রাজিউন।
ভাষা সৈনিক আবাদুল মতিন দীর্ঘদিন যাবত বার্ধক্য, ডায়াবেটিস, কিডনি হার্টসহ নানা সমস্যায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তাঁর অবস্থার চরম অবনতি হয়। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। আজ বুধবার সকাল ৯টায় তাকে মৃত ঘোষণা করা হয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিক্যালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক আফজাল হোসেন।
উল্লেখ্য, গত ১৮ অগাস্ট স্ট্রোক করার পর প্রথমে মোহাম্মদপুরের সিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিক্যালে স্থানান্তর করা হয়। এর ২ দিন পর ২০ আগোস্ট সেখানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। এরপর হতে তিনি আইসিইউতেই চিকিৎসাধীন ছিলেন।
আবদুল মতিন ২ মেয়েকে নিয়ে মোহাম্মদপুরে পরিবারের সঙ্গে থাকতেন। তাঁর জন্ম ১৯২৬ সালের ৩ ডিসেম্বর, সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলার ধুবলিয়া গ্রামে। তিনি ১৯৫২ সালে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহ্বায়ক হিসেবে নেতৃত্বে দিয়েছিলেন।
আমরা দি ঢাকা টাইমস্ এর পক্ষ থেকে ভাষা সৈনিক আবদুল মতিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।