দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মাইক্রোসফট এনেছে উইন্ডোজ ১০। কিন্তু কয়েক মাস আগেও এই উইন্ডোজটির নাম নির্ধারণ করা হয়েছিল উইন্ডোজ ৯ বা উইন্ডোজ থ্রেশহোল্ড। মাইক্রোসফট শেষ মুহুর্তে এর নাম পরিবর্তন করে। আজ আমরা দি ঢাকা টাইমসের পাঠকদের জন্য উইন্ডোজ ১০ এর নানা ফিচার তুলে ধরবো।
এই কথা প্রায় সকলেই জানেন যে, উইন্ডোজ ১০ অনেকটাই উইন্ডোজ ৮ এর মতো তবে মেজর কিছু পরিবর্তন করা হয়েছে। যেমন উইন্ডোজ ১০ কোন স্টার্টপেজ নেই, নেই কোন চার্মবার, উইন্ডোজ ৭ এর মতো স্টার্টমেন্যু আনা হয়েছে, আইম্যাকের মতো মাল্টিটাস্কিং যুক্ত করা হয়েছে। উইন্ডোজের মধ্যে শ্যাডো ইফেক্ট যুক্ত করা হয়েছে। উইন্ডোজ ডিফল্ট আইকনগুলো পরিবর্তন করা হয়েছে আর উইন্ডোজ ফোনের স্টাইলে নোটিফিফেশন সেন্টার যুক্ত করা হয়েছে এতে করে ব্যবহারকারী সোশ্যাল থেকে শুরু করে সকল ধরনের নোটিফিকেশন এখানে পাবেন। মাইক্রোসফট উইন্ডোজ ১০ এর একটি উন্মুক্ত প্রিভিউ সংস্করণ বের করেছে যা ডাউনলোড করা যাবে ফ্রি। এর নাম উইন্ডোজ ১০ ট্যাকনিক্যাল প্রিভিউ।
ডাউনলোড করুন উইন্ডোজ ১০ ট্যাকনিক্যাল প্রিভিউ
উইন্ডোজ ১০ স্টার্টমেন্যু
এটি দেখতে অনেকটা উইন্ডোজ ৭ এর স্টার্টমেন্যুর মতোই কিন্তু ডিজাইনের ক্ষেত্রে বৈচিত্র্য আনা হয়েছে। উইন্ডোজ ৮ এর স্টার্টপেজকে এখানে যুক্ত করে দেওয়া হয়েছে। ফলে উইন্ডোজ ডিফল্ট অ্যাপসগুলো ব্যবহারকারী এখানে পাবেন। অ্যাপসগুলোর উপরে মাউস কার্সর নিয়ে রাইট বাটন ক্লিক করে অ্যাপসের ডেস্কটপ শর্টকাট পাবেন। অ্যাপসগুলোকে আপনি ডেস্কটপ মুডে যেকোনো আকারে ওপেন করতে পারবেন। এখানে অ্যাপসের কমান্ডও রয়েছে ফলে আপনি অ্যাপসের সেটিংস পরিবর্তন করতে পারবেন।
উইন্ডোজ ১০ টাস্কভিউ
এটি উইন্ডোজ ১০ নতুন করে যুক্ত করা হয়েছে। টাস্কবারে টাস্কভিউ নামের একটি আইকন আছে তাতে ক্লিক করলে আপনি মাল্টিপল ডেস্কটপ তৈরি করতে পারবেন। একে সাথে চারটি মাল্টি স্ক্রীন করা যাবে একটি ডেস্কটপ কিংবা ল্যাপটপে। আর উইন্ডোজ ১০ ভার্চুয়াল ডেক্সটপ করতে চাইলে win+ctrl+D প্রেস করুন। চালু হয়ে যাবে ভার্চুয়াল ডেস্কটপ। এটি বন্ধ করতে চাইলে win+ctrl+F4।
নতুন ইন্টারফেস
উইন্ডোজ ১০ নতুন একটি ইন্টারফেস যুক্ত করা হয়েছে এটি হলো Alt+Tab। এটি প্রেস করলেই উইন্ডোজে চালু থাকা সকল উইন্ডোকে এক সাথে দেখাবে। ব্যবহারকারী অ্যারো কী ব্যবহার করে তার কাঙ্ক্ষিত উইন্ডোতে প্রবেশ করতে পারবেন।
সর্বোপরি এটা বলা যায় যে, উইন্ডোজ ১০ ফিচার উইন্ডোজ ৮ এর চেয়ে সহজবোধ্য। টেকক্রাঞ্চের মতো প্রযুক্তিব্লগগুলো বলছে মাইক্রোসফট উইন্ডোজ ১০ মাধ্যমে তাদের হারানো গৌরব ফিরে পাবে। কেননা এটি প্রথম একটি ওএস যা সকল ডিভাইসের জন্য সমান ফিচার যুক্ত করতে পেরেছে বা তাদের সমন্বয় করতে পারবে।
তথ্যসূত্রঃ AskVG