দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বেশিরভাগ স্মার্ট ব্যক্তি কোন একটি বিষয় প্রকাশের ক্ষেত্রে ইংরেজি শব্দ নির্বাচনের ক্ষেত্রে ভুল করে থাকেন। Inc.পত্রিকার কলামিস্ট জেফ হাডেন এই মতামত প্রকাশ করেন। আমরা আজকে এমন কিছু সাধারণ ভুল করা শব্দ আপনাদের জন্য এখানে তুলে দেব সেখান থেকে মিলিয়ে দেখুন তো আপনি সেগুলো ভুল করেন কিনা।
কোন ব্যক্তির চেহারার অভিব্যক্তি প্রকাশের জন্য আপনাকে যদি কয়েকটি শব্দ নির্বাচন করতে দেওয়া হয় তবে আপনি দক্ষতা সম্পন্ন মানুষ হয়ে থাকলে হয়তো বলবেন intelligent, poised, persuasive(প্ররোচক), funny, weird(অদ্ভুত) এবং অন্যান্য আরো কিছু। কিন্তু সত্যিকার অর্থে বেশিরভাগ মানুষেরই এই ক্ষেত্রে কোন কোন গ্রামাটিক্যাল ভুল হয়ে থাকে আর তার বেশিরভাগ ক্ষেত্রেই শব্দ নির্বাচনের ক্ষেত্রে। তেমনি কিছু শব্দ নিয়ে আমাদের আজকের এই আয়োজন।
১। Irregardless and unthaw
regardless অর্থ তথাপি আর thaw হলো গলে যাওয়া বা দ্রব। এই দুটি শব্দের সাথে প্রিফিক্স যুক্ত করলে আসলে তারা আর কোন শব্দই থাকে না। ফলে উপরের শব্দ দুটি ভুল।
২। Bring and take
এই দুটি শব্দ কমান্ড বা নির্দেশ বোঝাতে ব্যবহৃত হয়। কারো থেকে কিছু নিয়ে আসার ক্ষেত্রে bring আর আপনার থেকে কেঊ কিছু নিয়ে যাওয়ার ক্ষেত্রে take।
৩। Alot and a lot
বানান দুটির দিকে লক্ষ্য করুন Alot মানে দর্শন আর আপনি ভুমিকা নিয়ে কাউকে কিছু বলার চেষ্টা সেই কথাটি a lot।
৪। I, me and myself
এই ক্ষেত্রে মূল বিষয়টি হলো আপনি নিজেকে কিভাবে প্রকাশ করবেন। বেশিরভাগ ক্ষেত্রেই এখানে ভুল হয়ে থাকে। একটি উদাহরণ mark and I went to the meeting। একই রকম আরেকটি ক্ষেত্র mark and I will attend the meeting। কি মনে হচ্ছে ঠিক আছে কি? না এটি ভুল এই ক্ষেত্রে mark and myself will attend the meeting। I মানে আমি, me মানে আমার এবং myself মানে আমি নিজে। কোন একটি বাক্য যখন me এবং I শুনতে awkward মনে হবে তখনি সেখানে ব্যবহার হবে myself।
৫। Impact, affect and effect
বেশিরভাগ স্মার্ট ব্যক্তিই কোন কিছুর প্রভাব বোঝাতে এই তিনটি শব্দ ব্যবহার করে থাকেন। বেশ হাস্যকর তাই না! কেননা Impact মানে হলো আঘাত হানা, affect মানে প্রভাব আর effect মানে পরিণতি। এখানে effect একটি noun not a verb। কিন্তু কোন কিছুর প্রভাবে একটি পরিণতির ফলাফল বোঝাতে আপনি Impact ব্যবহার করতে পারেন।
৬। Loose and lose
Loose(লুজ) মানে ঢিলেঢালা lose(লস) মানে হারানো। কথার ক্ষেত্রে সঠিকটি বাছাই করতে ভুলবেন না।
৭। Principle and principal
Principle হলো একটি তত্ত্বের ক্ষেত্রে মূলনীতি আর অপরদিকে principal(প্রিন্সিপ্যাল) কোন একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান।
৮। Lay and lie
কোন কিছু রাখার ক্ষেত্রে বা কোন স্থানের ক্ষেত্রে ব্যবহার করুন lay। যেমন He laid his keys on the table। অথবা Mark lay on the bed এই ক্ষেত্রে Lying down অনেক কনফিউশন তৈরি করবে বলে ব্যবহার না করা উচিত।
৯। Borrow and lend
ছোট কোন কিছু ধার নেওয়ার ক্ষেত্রে borrow আর বড় কিছু ধার নেওয়ার ক্ষেত্রে lend ব্যবহার করতে হয়। যেমন- Can you borrow me a dollar? এবং He lent me his car।
তথ্যসূত্রঃ বিজনেসইন্সাইডার