দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পাকিস্তানে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে ইরান। পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদ বন্ধে ইসলামাবাদ ব্যবস্থা গ্রহণ যদি না করে তাহলে ইরান এই অভিযানের হুমকি দিয়েছে।
পাকিস্তান-ইরান সীমান্তে সন্ত্রাসবাদ বন্ধে ইসলামাবাদ যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে প্রয়োজনে পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে- এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার হোসেইন সালামি গত শুক্রবার এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানকে ইঙ্গিত করে তেহরানের ওই অনুষ্ঠানে হোসেইন সালামি বলেছেন, ‘আমরা বিশ্বাস করি যে, প্রতিটি দেশের উচিত তার নিজের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা করার সঙ্গে সঙ্গে প্রতিবেশী দেশগুলোতে সন্ত্রাসী হামলার কাজে সেদেশের ভূমি ব্যবহৃত হচ্ছে কি না, তারও খোঁজ-খবর রাখা। আমরা মনে করি, প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তার বিঘ্ন সৃষ্টি করতে না চাইলে নিজের সীমানায় তৎপর সন্ত্রাসীদের প্রতিহত করা উচিত। প্রতিবেশী কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা আমাদের কাজ নয়। কিন্তু তারা (পাকিস্তান সরকারকে উদ্দেশ্য করে) যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হয়, তাহলে বাধ্য হয়ে আমাদের (পাকিস্তানের অভ্যন্তরে) অভিযান শুরু করতে হবে।’
ওই অনুষ্ঠানে সালামি আরও বলেন, ‘সন্ত্রাসীরা যেখানেই থাকুক না কেনো, আমরা তাদের খুঁজে বের করবো। তারা যদি সন্ত্রাসবাদ ত্যাগ করতে না চায় তাহলে সব ধরনের বিবেচনার ঊর্ধ্বে উঠে তাদের ধ্বংস করার পদক্ষেপ আমরা নেবো।’
উল্লেখ্য, গত সপ্তাহে পাকিস্তান-ইরান সীমান্তবর্তী ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি সন্ত্রাসী হামলায় ৪ ইরানি পুলিশ কর্মকর্তা নিহত হন। ২০১৩ সালের ২৫ অক্টোবর একই সন্ত্রাসী গোষ্ঠী ১৪ জন ইরানি সীমান্তরক্ষীকে নির্মমভাবে হত্যা করে।
This post was last modified on অক্টোবর ১৯, ২০১৪ 8:56 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শীতকালে চামড়ায় টান ধরা নতুন কোনো বিষয় নয়। তবে সমস্যা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অসতর্কতাবশত: হাত থেকে পড়ে গেলেও ফোনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ওজন কমাতে গিয়ে তাড়াহুড়ো করা যাবে না, কারণ তাড়াহুড়া করলেই…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে স্ট্রিমিং হতে চলেছে সুপারস্টার শাকিব…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শেখ হাসিনার ঘনিষ্ঠের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেওয়া, সাংবাদিককে হুমকি…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতিশালের মধ্যে ঘুমোচ্ছে পুচকে একটি বাচ্চা হাতি। শাবকের ঘুম ভাঙাতে…