দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ খেলার মাঠে মারামারি নতুন নয়, আগেও ঘটেছে। তবে এবারের বিষয়টি একেবারেই ভিন্ন। খেলার মাঠে মারামারির সকল রেকর্ড ভঙ্গ হয়েছে। আবার আরেক রেকর্ড হয়েছে, সেটি হলো এক ম্যাচে লাল কার্ড পেয়েছে ১২ জন!
খেলার মাঠে মারামারির ঘটনা নতুন নয়, আগেও অনেকবার এমন ঘটনা ঘটেছে। তবে এবারের ঘটনার কথা শুনলে আশ্চর্য না হয়ে পারবেন না। ঘটনাটি যদিও আন্তর্জাতিক কোনো ম্যাচে নয়, ঘটেছে আর্জেন্টিনার ঘরোয়া লিগের এক ম্যাচে। আর তাই আর্জেন্টিনার সমর্থকদের একটু খারাপ লাগতে পারে। তবে ঘটনা যেখানেই ঘটুক না কেনো, সেটা যে মাত্রা ছাড়িয়ে গেছে, তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচে বল দখলের লড়াই নয়, এটি ছিল খেলোয়াড়দের এক মল্রযুদ্ধ!
আবার লাল কার্ডের রেকর্ডও হয়েছে। রক্তারক্তির এই ম্যাচে লাল কার্ড দেখানো হয়েছে ১২ জনকে। এক ডজন লাল কার্ড অস্বাভাবিক হওয়ার কারণে অবশ্য শেষ পর্যন্ত বাতিল হয়েছে ওই ম্যাচটি।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, আর্জেন্টিনার তৃতীয় বিভাগের দুই দল ডিপোর্তিভো রোকা এবং কিপোয়েত্তির ম্যাচে এই রক্তারক্তি ও ডজন লাল কার্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনার সূত্রপাত ঘটে দ্বিতীয়ার্ধে সফরকারী দল কিপোয়েত্তির ডিফেন্ডার মার্কোস লামোয়াকে হলুদ কার্ড দেখানোর পর থেকে। রেফারি ফার্নান্দো এসপিনোসার সিদ্ধান্তকে কেন্দ্র করেই মূলত গণ্ডগোল ছড়িয়ে পড়ে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে। মুহূর্তেই তা রূপ নেয় এক রক্তক্ষয়ী সংঘর্ষে। দুদলের খেলোয়াড় যে যাকে পেরেছেন কিল-ঘুষি এবং লাথি মেরেছেন। একপর্যায়ে অবস্থার বেগতিক দেখে পরিস্থিতি সামাল দিতে ম্যাচ অফিশিয়ালরা দৌড়ে ঢুকে পড়েন টানেলে। পেছনে পেছনে কিপোয়েত্তির খেলোয়াড়েরাও ঢুকে পড়েন। শেষ পর্যন্ত পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণ করা হয় সবকিছু।
এমন ঘটনা বিশ্বে বেশ কিছু ঘটলেও এটি ছিল একটু ব্যতিক্রমি ঘটনা। স্টেডিয়ামের দর্শকরাও ভয়ে ভিত হয়ে পড়েন এমন রক্তারক্তির ঘটনা দেখে।