দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজব এক দেশ পাওয়া গেছে যেখানে বউ পেটানো বৈধ। কথাটি শুনে কারও হয়তো বিশ্বাস নাও হতে পারে। কিন্তু আসলেও তাই। যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে এমন কিছু আইন রয়েছে। যে আইনে বউ পেটানো বৈধ করা হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে যেসব আইন রয়েছে সেগুলো প্রায়ই মিল রয়েছে। অনেক দেশেই যেসব আইন প্রণয়ন হয়েছে সেগুলো আমাদের দেশ বা অনেক দেশের সঙ্গেই মিল রয়েছে। কিন্তু এর মধ্যেও কিছু রয়েছে ব্যতিক্রমি আইন। যেগুলো শুধু অদ্ভুতই নয়, রীতিমতো হাস্যকরও বটে। এমনই একটি আইন করা আছে যুক্তরাষ্ট্রের আরকানসাস অঙ্গরাজ্যে। এদের আইনগুলো বড়ই বিচিত্র। তারমধ্যে সবচেয়ে বেশি হাস্যকর একটি হলো- স্ত্রীকে মারধর করা আইন। সে আইনে স্ত্রীকে মারধর বৈধ করা হয়েছে। অবশ্য সঙ্গে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে অর্থাৎ মাসে একবারের বেশি নয়।
অবশ্য এই আইনটি সাম্প্রতিক সময় পারিবারিক নির্যাতন আইন দ্বারা রহিত করা হয়েছে। নতুন আইন অনুযায়ী একমাত্র আত্মরক্ষার খাতিরে ছাড়া কারো ওপর শারীরিক আক্রমণ অবৈধ করা হয়েছে।
আমাদের দেশে আইন থাকা সত্বেও যেভাবে নারী নির্যাতনের ঘটনা ঘটে। যদি এমন আইন থাকবো তাহলে কি ঘটতো একবার ভাবুন!