দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শুক্রবার, ২৪ অক্টোবর ২০১৪ খৃস্টাব্দ, ৯ কার্তিক ১৪২১ বঙ্গাব্দ, ২৭ জিলহজ্ব ১৪৩৫ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
বিশ্বের নামকরা মসজিদের একটি হলো পাকিস্তানের বাদশাহী মসজিদ। এই মসজিদটি একটি ঐতিহাসিক মসজিদ। অত্যন্ত কারুকার্যপূর্ণ এই মসজিদটি বিশ্বের নামকরা ১০টি মসজিদের একটি।
১৬৭৩ সালে মুঘল সম্রাট আওরাঙ্গজেব পাকিস্তানের লাহোরে এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটি বর্তমানে বিশ্বের সপ্তম বৃহত্তর মসজিদ। এই ‘বাদশাহী মসজিদ’ আয়তনে ২৯৮৬৭.২ স্কয়ার মিটার ও লোক ধারণ ক্ষমতা ১,১০,০০০ জন।
‘বাদশাহী মসজিদ’টিতে সর্বমোট ৮টি মিনার এবং ৩টি গম্বুজ রয়েছে। ৪ কোণে অবস্থিত উঁচু মিনার ৪টির উচ্চতা ১৭৬.৪ ফুট (বা ৫৩.৭৫ মিটার)। ঐতিহাসিক এই মসজিটির নামাজ কক্ষ ৭টি সেকশনে ভাগ করা। মসজিদটি নির্মাণে পাথর, পোড়া মাটি/লাল ইট ইত্যাদি ব্যবহার করা হয়েছে। পরবর্তীতে মার্বেল ও টাইলস সংযোজন করা হয়। বহু পর্যটক আসেন এই ঐতিহাসিক মসজিদটি দেখতে।