দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যিনি একদিন এদেশের কোটি কোটি দর্শকদের হাসিয়েছেন সেই টেলি সামাদ এখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাম পায়ের বৃদ্ধাঙ্গুলে গ্যাংগ্রিনের কারণে তিনি পা হারাতে পারেন!
টেলি সামাদকে চেনেন না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। কারণ তিনি এদেশের মানুষকে হাসিয়েছেন। জনপ্রিয় টিভি ও চলচ্চিত্রের কৌতুক অভিনেতা টেলি সামাদ বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাঁকে রাজধানীর স্কয়ার হাসপাতাল করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিভাগের সহযোগী কনসালট্যান্ট কামাল পাশার তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
টেলি সামাদের সর্বশেষ অবস্থা সম্পর্কে কামাল পাশা বলেছেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে গুরুতর অবস্থায় আমাদের হাসপাতালে চিকিৎসাধীন আছেন টেলি সামাদ। এর পাশাপাশি তাঁর কিডনি, স্নায়ু ও ডায়াবেটিসের সমস্যাও রয়েছে।’
হাসপাতাল সূত্রে বলা হয়েছে, ‘টেলি সামাদের বাম পায়ের বৃদ্ধাঙ্গুলে গ্যাংগ্রিনের সৃষ্টি হওয়ায় তাঁর বাম পা কেটে ফেলতে হতে পারে।’ চিকিৎসকরা জানিয়েছেন, গ্যাংগ্রিনের জন্য অস্ত্রোপচার করাটা জরুরি হয়ে পড়েছে। নইলে এটি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পরিবারের সদস্যদের সম্মতিতে দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
তাঁর পরিবারের পক্ষ থেকে টেলি সামাদকে দোয়া করার জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় টেলি সামাদ হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৩ মাস আগে যুক্তরাষ্ট্রে তাঁর শরীরে প্রথম বাইপাস করা হয়। তিনি গত ২৭ সেপ্টেম্বর দেশে ফেরেন।
This post was last modified on অক্টোবর ২১, ২০১৪ 3:21 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…