দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দীর্ঘদিন ধরে ফেসবুক ব্যবহারকারীরা দাবি করে আসছে নিজেদের আসল পরিচয় গোপন করে চ্যাঁট সহ নানান সুবিধা পাওয়ার। কিন্তু এক্ষেত্রে ফেসবুক আসল পরিচয় দেয়া ছাড়া চ্যাট তো দূরের কথা আইডিও খুলতে দিতোনা। তবে এবার ফেসবুক এই ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়ে আলাদা অ্যাপ নিয়ে এসেছে।
ফেসবুকের নতুন চ্যাট করার অ্যাপ এর নাম দেয়া হয়েছে রুমস, আর এই অ্যাপ দিয়ে একজন ব্যবহারকারী নিজের ইচ্ছে মত নাম এবং তথ্য দিয়ে চ্যাট চালিয়ে যেতে পারবে। এক্ষেত্রে ব্যবহারকারীরা একাধিক ব্যবহার কারীদের সাথে গ্রুপ চ্যাট করতে পারবেন।
ফেসবুকের নতুন এই অ্যাপ এর সাহায্য অ্যাপ্লিকেশনটির সাহায্যে ভারচুয়াল রুম তৈরি করে চ্যাট করা যাবে, যেখানে ইচ্ছে মত ব্যবহারকারীদের ইনভাইট দেয়া সম্ভব হবে।
এদিকে ফেসবুকের ক্রিয়েটিভ ল্যাবস জানিয়েছে, আগে ইন্টারনেটে ব্যবহারকারীরা আলাদা আলাদা রুমে অপরিচিত ব্যবহারকারীদের সাথে চ্যাঁট করতেন এবং সেই ধারণা থেকেই ফেসবুকের নতুন অ্যাপ রুমস এর তৈরি। এখত্রে আসল পরিচয় বাধ্যতামূলক নয় বলে তারা জানিয়েছেন।
সূত্র- Huffingtonpost