দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের সবচেয়ে ধনী সন্ত্রাসী সংগঠন হিসেবে স্থান করে নিয়েছে ইসলামিক স্টেট আইএস। এই আইএস জঙ্গিরা প্রতিদিন আয় করেন ১০ লাখ ডলার!
বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী সন্ত্রাসী সংগঠন হিসেবে স্থান করে নিয়েছে ইসলামিক স্টেট আইএস। এই আইএস জঙ্গিরা প্রতিদিন আয় করেন ১০ লাখ ডলার! ইরাক এবং সিরিয়ায় অপ্রতিরোধ্য হয়ে ওঠা এই জঙ্গিবাহিনী বিভিন্ন অবৈধ ভাবে প্রতিমাসে প্রায় এক কোটি ডলার আয় করছে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সন্ত্রাস এবং আর্থিক গোয়েন্দা বিভাগের ট্রেজারি সচিব ডেভিড কোহেন এমন তথ্য দিয়েছেন।
আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধে নেতৃত্বস্থানীয় একজন এবং ওবামা প্রশাসনের শীর্ষ কর্তা হলেন ডেভিন কোহেন। তিনি বলেছেন, ‘আমরা এ যাবত যতো সন্ত্রাসী সংগঠনের মুখোমুখি হয়েছি, আইএস তাদের মধ্যে সবচেয়ে ধনবান। এদের অর্থ সংগ্রহের পথ, পদ্ধতি ও কৌশল সবার থেকে ভিন্ন ও সুসংগঠিত। এমনকি তহবিল সংগ্রহের জন্য আল কায়েদা অথবা অন্য জঙ্গিদের মতো তারা মধ্যপ্রাচ্য বা স্থানীয় ধনকুবেরদের ওপর পুরোপুরিভাবে নির্ভরশীল নয়।’
কোহেন আরও বলেছেন, ‘কালো বাজারে তেল বিক্রি, মুক্তিপণ আদায় এবং চাঁদাবাজি আইএসের প্রধান অর্থ আয়ের উৎস। বছরের শুরুতে তারা যখন ইরাক এবং সিরিয়ার তেলক্ষেত্রগুলো দখলে নেয়, তখন শুধুমাত্র অপরিশোধিত তেল বিক্রি করে তারা প্রতিদিন আয় করেছে ১০ লাখ ডলার করে।
ডেভিড কোহেন বলেছেন যে, খুব কম সময়ে ও দ্রুতগতিতে তহবিল গড়ার মাধ্যমে আইএস এখন বিশ্বের সবচেয়ে ধনী জঙ্গি সংগঠন হিসেবে পরিগণিত। আর এই বিষয়টিই হয়ে উঠেছে এখন মার্কিন প্রশাসনের দুশ্চিন্তার সবচেয়ে বড় কারণ হয়ে দেখা দিয়েছে। আবার কোহেন নিজেও তা স্বীকার করেছেন। তিনি বলেছেন যে, আইএসের অর্থের উৎস বন্ধ করাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জ মোকাবেলায় আইএসবিরোধী যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে মিত্র হিসেবে পাওয়ার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
This post was last modified on অক্টোবর ২৫, ২০১৪ 11:57 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টিভির সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করলো…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একটি ডিমের দাম এতো হতে পারে তা কখনও কী ভাবা…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ১৯ পৌষ ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এই শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাইলে এই ভেষজগুলো প্রতিদিনের…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হলো ইউটিউব। অনলাইনে আয়…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আর্থ্রাইটিস, অর্থাৎ বাত যে শিশুদেরও হয়, সে কথা অনেকেই হয়তো…