দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সুন্দরী প্রতিযোগিতায় যুবতী সুন্দরীরা অংশ নেয় সেটা আমরা সবাই জানি। কিন্তু এবার এক ব্যতিক্রমি ঘটনার খবর পাওয়া গেছে। আর তা হলো এবার সুন্দরী প্রতিযোগিতায় নাকি অংশ নিয়েছেন ১৯ মাস বয়সের এক শিশু!
হলিউড সঙ্গীতশিল্পী বিয়োন্সের সুপার হিট গান ‘সিঙ্গেল লেডিস’ গানে নাচছে সবাই। দর্শকদের তুমুল করোতালি। আবার দর্শকদের উদ্দেশ্যে ফাইং কিসও ছুঁড়ে দিচ্ছে। হাতা-গলায় পাথর বসানো লাল পোশাক পরে। সোনালী চুলে জমকালো ব্যান্ট আর ম্যাচিং জুতোও রয়েছে তার। ঠোঁটে তার লাল লিপিস্টিক। তবে এই ড্রেসকিপশন শুনে সবাই মনে করতে পারেন হলিউডের উঠতি কোনো তারকার কথা বলা হচ্ছে। কিন্তু আসলে তা নয়, ববি বয়ডেনের কথা বলা হচ্ছে যার বয়স মাত্র ১৯ মাস। ববি বয়ডেন থাকে ইংল্যান্ডের কল চেস্টারে। মাত্র পাঁচ মাস আগে হাঁটতে শিখেছে সে। কিন্তু এরইমধ্যে যেনো তারকা বনে গেছে ববি বয়ডেন।
আম্চর্য হওয়ার কিছু নেই। এই ১৯ বয়সের শিশু ববি বয়ডেন যে কিনা হামাগুড়ি দিয়ে মাত্র হাঁটতে শিখেছে সে নাকি আবার সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছে!
ববি বয়ডেনকে সাজিয়ে গুজিয়ে স্টেজে উঠিয়ে দিয়েছেন তারই বাবা-মা। তা না হলে ছোট্ট বেবিটা কিভাবে প্রতিদিন স্টেজে এতো সুন্দর পারফরমেন্স করছে? অবশ্য এই ঘটনার জন্য অনেক প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে ববির মা-বাবাকে।
৩২ বছর বয়সী ববির মা স্টিফেনি বয়ডনের বলেছেন, উপস্থাপক নাম ধরে ডাকলেই সঙ্গে সঙ্গে ববি দৌঁড়ে স্টেজে উঠে যায়। সবার নজর থাকে তখন ওর ওপর। যতক্ষণ স্টেজে থাকে সবাইকে মাতিয়ে রাখে ববি। যখন স্টেজ থেকে নেমে আসে, তখন সবাই চিৎকার করে তাকে ডাকতে থাকে।
৩৮ বছর বয়সী ববির বাবা অ্যান্টন বয়ডনের বক্তব্যও পরিষ্কার। তিনি বলেন, প্রথমদিকে ববির নাচানাচি আমার একেবারেই পছন্দ ছিল না। কিন্তু একদিন স্টেজে ওর নাচ দেখে সত্যিই আমি মুগ্ধ। এতো চমৎকার নাচে আমার মেয়ে ববি! তাই আমিও চাই ববি তার প্রতিভার বিকাশ ঘটাক।
যদি এখনই এই অবস্থা হয় তাহলে বড় হয়ে আরও কত প্রতিভা দেখাবে ছোট্ট এই শিশু ববি বয়ডেন?