দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আশুগঞ্জে জাতীয় গ্রীডে সমস্যা দেখা দেয়ায় বেলা ১১টার পর থেকে সারা বাংলাদেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। জাতীয় গ্রীডে বিপর্যয়ের কারণেই এ সমস্যা দেখা দেয়। তবে অল্পক্ষণের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
জাতীয় গ্রীডে সমস্যা দেখা দেয়ায় বেলা ১১টার পর থেকে সারা বাংলাদেশে বিদ্যুৎ নাই। রাজধানী ঢাকার সব এলাকা বিদ্যুৎ নেই। অবশ্য প্রকৃত কারণ এখনও জানা যায়নি। দেশের বিভিন্ন জেলায় খবর নিয়ে জানা গেছে একই অবস্থা। রাজধানীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়েও একই অবস্থা দেখা গেছে। বিদ্যুৎ বিভাগে খোঁজ নিলে তারাও তেমন কিছু বলতে পারেননি। তারা শুধু বলেছেন আশুগঞ্জে জাতীয় গ্রীডে সমস্যা দেখা দেয়ায় এই বিপর্যয় দেখা দিয়েছে।
সংবাদ মাধ্যম বলেছে, “বেলা ১১টা ২৯ মিনিটে ভেড়ামারা উপজেলার ষোলদাগ এলাকায় জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেওয়ার পর ব্ল্যাক আউট হয়েছে। ভারতীয় এবং বাংলাদেশি লাইনের সংযোগস্থলে ত্রুটিটি দেখা দিয়েছে।”
মোবাইলে ঈশ্বরদী বিদ্যুৎ কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা এর সত্যতা স্বীকার করেছেন।