দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার Rottnest দ্বীপের কাছে এক সার্ফার সাগরে হঠাত বিপদে পড়েন। এসময় তিনি বেশ কিছু টাইগার হাঙরের আক্রমণের শিকার হন এবং নিজেকে বাঁচাতে বিশাল এক মৃত তিমির উপড়ে চড়ে বসেন।
অস্ট্রেলিয়ার প্রশাসন জানিয়েছে, ওই ব্যক্তি বেশ কিছুক্ষণ মৃত তিমির উপরে অবস্থান করেন এবং নিজেকে বাঁচাতে আপ্রাণ লড়ে যান। এসময় কোস্ট গার্ড সদস্যরা টহলে গেলে তাকে দেখতে পেয়ে উদ্ধারে এগিয়ে আসেন।
সার্ফার ব্যক্তিটি সার্ফ করতে করতে Rottnest দ্বীপের উপকূল থেকে কিছুটা গভিরে চলে যান এবং সেখানে তিনি হঠাত ভয়ংকর এবং হিংস্র টাইগার হাঙরের আক্রমণের শিকার হন। এসময় হাঙর গুলো তাকে তাড়া করে। ওই সার্ফার জীবন বাঁচাতে আসে পাশে কিছু না পেয়ে কাছেই ভাসতে থাকা বিশাল হাঙরের উপড়ে উঠেপড়েন।
কোস্ট গার্ড সদস্যরা জানিয়েছেন ওই সময় হাঙর গুলো মৃত তিমি চিঁড়ে খাচ্ছিলো, ফলে সবাই উম্মাতাল অবস্থায় ছিলো, তাৎক্ষনিক সার্ফার হাঙরদেড় ডেরায় ভেসে গেলে তারা খাবার ভেবেই তাকে আক্রমণ করতে চায়। যাই হোক পরে সার্ফারকে কোনও ক্ষয় ক্ষতি ছাড়াই উদ্ধার করতে সক্ষম হয় কোস্ট গার্ড।
সংবাদ ভিডিও-
https://www.youtube.com/watch?v=XeGn39QFSZU