দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাবার গণআন্দোলনের বলি হতো হলো নারায়নগঞ্জের বেধাবী ছাত্রের। নিখোঁজ হওয়ার দুদিন পর গতকাল ৮ মার্চ নারায়ণগঞ্জের গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির ছেলে তানভীর মোহাম্মদ ত্বকির (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে ‘শ্বাসরোধে হত্যা করা হয় তানভীরকে’।
শুক্রবার ৮ মার্চ বেলা পৌনে ১১টার দিকে শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদী সংলগ্ন একটি খালে তানভীরের লাশ পাওয়া যায়। খবর পেয়ে নিজেই ছেলের লাশ শনাক্ত করেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সহ-সভাপতি রফিউর রাব্বি।
শহরের চাষাঢ়ার ইংরেজি মাধ্যমের স্কুল এবিসি ইন্টারন্যাশনাল থেকে এ বছর ‘এ’ লেভেল পরীক্ষায় অংশ নেয় তানভীর। বৃহস্পতিবার ৭ মার্চ ওই পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয় এই কিশোর। তার বাবা রফিউর রাব্বি সাংবাদিকদের জানান, গত বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের শায়েস্তা খান সড়কের পুরাতন কোর্ট রোডের বাসা থেকে বের হয় তানভীর। এরপর আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান না পেয়ে র্যাব ও পুলিশকে লিখিতভাবে জানান রাব্বি।
জানা যায়, শুক্রবার ৮ মার্চ বেলা পৌনে ১১টার দিকে নদী পাশের খালে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। উদ্ধারের পর রফিউর রাব্বি নিজে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয় নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে। তানভীরের ডান চোখে আঘাতের চিহ্ন ও মুখে কালো দাগ ছিল। এ ঘটনায় তানভীরের বাবা রফিউর রাব্বি বাদি হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানা একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নেয়ায় এবং সারা দেশের মত নারায়ণগঞ্জে আন্দোলন গড়ে তোলায় কোনো মহল আক্রোশবশত তানভীরকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “লাশের গলায় আঘাতের চিহ্ন দেখা প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে হত্যা করা হয়েছে তানভীরকে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।”
রাতে জেলা পুলিশ সুপার সদর মডেল থানার পরিদর্শক আব্দুর রাজ্জাককে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট এবং জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুর রহমানকে প্রধান করে ৭ সদস্যের অপর একটি তদন্ত কমিটি গঠন করেছেন।
নারায়নগঞ্জে শোকের ছায়া
তানভীরের লাশের খবর শুনে নারায়নগঞ্জে শোকের ছায়া নেমে আসে। তানভীরের লাশ উদ্ধারের খবর পেয়ে নারায়ণগঞ্জের রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতারাও নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে ছুটে আসেন। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, তানভীর নিখোঁজ হওয়ার পর পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় যোগাযোগ করা হলেও তারা তাকে উদ্ধারে ব্যর্থ হয়েছে। সরকারকে এ হত্যারহস্য উন্মোচন করতে হবে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মেয়র সেলিনা হায়াত আইভী সাংবাদিকদের বলেন, “এ মৃত্যু স্বাভাবিক নয়। এই মৃত্যু নারায়ণগঞ্জবাসীর কাম্য নয়। রাব্বি গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা। তিনি সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।”এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও খুনীদের গ্রেপ্তারের দাবি জানান মেয়র।
তানভীরের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে দুপুরে শহরের চাষাড়া এলাকায় কালো পতাকা হাতে মিছিল করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা। জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু বলেন, গণজাগরণ মঞ্চের উদ্যোক্তা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি নারায়ণগঞ্জের বিভিন্ন নাগরিক আন্দোলনেও সম্পৃক্ত ছিলেন। নারায়ণগঞ্জের বাস ভাড়া কমানোর আন্দোলনসহ বিভিন্ন সময়ে অন্যায়ের বিরুদ্ধে রাব্বি ছিলেন সোচ্চার। তার ছেলের এই হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি করেন তিনি।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ঢাকার শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলন শুরুর পর যাদের উদ্যোগে নারায়ণগঞ্জ এই আন্দোনে শামিল হয়, রফিউর রাব্বি তাদের অন্যতম। নারায়ণগঞ্জ শহীদ মিনারে বিভিন্ন সমাবেশে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে জোরালো বক্তব্য রাখেন তিনি।
নারায়নগঞ্জে স্বত:স্ফুর্ত হরতাল পালিত
তানভীরের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সাংস্কৃতিক জোট ও নাগরিক কমিটি আজ ৯ মার্চ নারায়নগঞ্জে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে। সর্বশেষ খবরে জানা গেছে, স্বত:স্ফুর্তভাবে নারায়নগঞ্জে এই হরতাল পালিত হচ্ছে।
গণ জাগরণের আন্দোলনে এ পর্যন্ত নিহত ৩
গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর পল্লবীতে নিজের বাসার সামনে খুন হন শাহবাগের জাগরণমঞ্চের সক্রিয় কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার। গত দুদিন আগে সানিউর রহমান নামে অপর এক গণ জাগরণ কর্মীকে দুষকৃতিকারীরা কুপিয়ে যখম করে। সে বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসাধীন সানিউর সাংবাদিকদের বলেন, যারা তার হামলা চালিয়েছে তাদের মুখে ছিল দাড়ি, গায়ে পাঞ্জাবি।
রাজিব হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যারা হত্যাকা- সংঘটনের কথা স্বীকারও করেছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ওই পাঁচ ছাত্রের স্বীকারোক্তি, ব্লগে কথিত ইসলামবিরোধী লেখালেখির জন্য তারা রাজীবকে হত্যা করেন এবং তাদের প্ররোচিত করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক এক নেতা।
এরপর গত ২ মার্চ সিলেটের আখালিয়ায় জামায়াত-শিবিরের হামলায় নিহত হন সিলেট গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জগৎজ্যোতি তালুকদার। এ ঘটনায় মহানগর জামায়াতের নায়েবে আমীর ও শিবির সভাপতিসহ ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে। এরপর তানভীরকে প্রথমে অপহরণ ও পরে তাকে খুন করে নদীতে ফেলে দেয়া হয়।
একের পর এক হামলা চালিয়ে গণদাবিকে নিশ্চিহ্ন করার চেষ্টা চালাচ্ছে জামায়াত-শিবির কর্মীরা। বিষয়গুলোর দিকে জরুরি ভিত্তিতে নজর দেওয়া এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ভুক্তভোগীরা।