The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

কুৎসিত দেখতে কিন্তু খুব নিরীহ কিছু প্রাণী

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ পৃথিবীতে কিছু প্রাণী আছে দেখতে খুবি কুৎসিত তবে এরা আমাদের পরিবেশ এর জন্য অনেক দরকারি। এরা মানুষের কোন ক্ষতি কিরেনা, মানুষ এদের হত্যা করে বাসস্থান ধংস করে। এদের বিলুপ্তির হাত থেকে রক্ষায় আমাদের এগিয়ে আসা উচিৎ।


B2gLcqPCYAETv1V.jpg large_result

১) আয়-আয়-

p028w8jq_result

এরা মাদাগাস্কারের প্রাণী, গহিন জঙ্গলে এরা বসবাস করে। এদের দুটি চোখ দেখতে খুবি ভয়ংকর মনে হয়। তবে এরা মানুষের কোনও ক্ষতি করেনা। এরা সব সময় গাছেই কাটায়। গাছে এক আঙ্গুলে ঝুলে থেকেই এরা সারা বেলা কাটিয়ে দেয়। এরা খাবার হিসেবে বিভিন্ন পোকা মাকড় খায়। তবে মানুষ এদের দেখলে হত্যা করে ফলে দিন দিন এদের সংখ্যা কমছেই তো কমছে। আমাদের এদের রক্ষায় এগিয়ে আসতে হবে।

২) নেকেড মলি ইদুর-

indexy_result

এরা অনেকটা লোম বিহীন ইদুর। এদের দেখলেই শরীর গুলিয়ে উঠে। এদের সামনের দিকে রয়েছে বিশাল ৪টি দাঁত। এরা থাকে সাধারণত টানেলের নিছে কিংবা অন্ধকারে। ফলে এদের শরীরের বর্ণ কিছুটা গলাপি থেকে বাদামি হয়। এরা দল বেঁধে বসবাস করে এবং দল বেঁধেই চলাফেরা করে। এরা দিন দিন কমে যাচ্ছে পৃথিবী থেকে।

৩) Humphead wrasse মাছ-

indegx_result

গভীর সাগরের কোরাল এবং প্রবালে ঘুরে বেড়ায় এসব মাছ। এরা বিশাল দেখতে এবং সামনে থেকে দেখলে মনে হবে খাবলে খেয়ে নিবে। আসলে তেমন নয়। এরা মানুষের কোনও ক্ষতি করেনা কিন্তু সাগরের বিশাল বিশাল সব শিকারি জালে এরা অসংখ্য ধরা পড়ছে এবং মারা পড়ছে। এতে করে দিন দিন এদের সংখ্যা কমে যাচ্ছে।

৪) Giant Titicaca Lake ব্যাঙ-

indexx_result

এধরনের ব্যাঙ পৃথিবীতে এখন খুব কম হাতে গোণা। এদের রক্ষায় ইতোমধ্যে অনেক সংস্থা এগিয়ে এসেছে তবে খুব কম সংখ্যক টিকে থাকায় এবং দুর্লভ হওয়াতে এদের দিয়ে নানান ওষুধি কাজ করাতে এরা বিলিন হওয়ার পথে।

৫) প্রোবসিস বানর-

indkex_result

বিশাল লম্বা নাকের এই বানর দেখতে কিছুটা ভিতিকর হলেও এরা কারো কোনও ক্ষতি করেনা। এদের সংখ্যা খুবি কমে যাচ্ছে দিন দিন। মানুষ এদের বাসস্থানে হানা দিচ্ছে। হত্যা করছে অবলা এসব প্রাণীদের। প্রাণী রক্ষা কমিটি ইতোমধ্যে এসব বানর রক্ষায় ব্যবস্থা নিয়েছে তবে তার পরেও এদের রক্ষা করা অনেক দুরহ হয়ে গেছে। এরা পাতা এবং ফল খেয়ে বেঁচে থাকে।

৬) Purple pig-nose ব্যাঙ-

index_result

এসব ব্যাঙ দেখতে পাওয়া যায় আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। এরা দেখতে ভিতিকর তবে এদের মাধ্যমে মানুষের উপকার ছাড়া অপকার হয়না। কিন্তু দেখতে খারাপ হওয়াতে মানুষ এদের দেখলেই মেরে ফেলে। এতে করে ভারতীয় এই ব্যাঙ প্রজাতি দিন দিন কমেই যাচ্ছে। এরা পোকামাকড় খেয়ে ফসলি জমিতে ফলন বাড়াতে সাহায্য করে।

সূত্র- বিবিসি

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali