দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৃষ্টি জগতে কতনা অসঙ্গতি চোখে পড়ে। সৃষ্টিকর্তা নিয়মের বাইরে অদ্ভুত কিছু ঘটনার মাধ্যমে জানান দেন যে, একমাত্র ক্ষমতা তাঁরই হাতে, মানুষের কোনো কিছুই করার নাই। ঠিক এমনই একটি ঘটনা ঘটেছে। আট হাত-পা বিশিষ্ট এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছে।
আট হাত-পা বিশিষ্ট এই অদ্ভুত রকমের শিশুটি জন্মগ্রহণ করেছে ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুর শহরে। স্থানীয় অধিবাসীরা এই শিশুটিকে ‘ঈশ্বরের পুনর্জন্ম’ বলে আখ্যায়িত করছেন। আর তাই অদ্ভুত এই শিশুটির নামও রাখা হয়েছে ‘ঈশ্বর শিশু’। বহু অঙ্গ-প্রত্যঙ্গবিশিষ্ট লোকের জন্ম দেশটির হিন্দু উপাসকদের কাছে সাধারণ একটি বিষয় বলে পরিগণিত হচ্ছে। কারণ হিন্দু মতে তাদের দেবতাদের অনেকে অতিরিক্ত অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন।
আর তাই বিস্ময়কর এই ‘ঈশ্বর শিশু’র আশীর্বাদ পেতে পশ্চিমবঙ্গের স্থানীয় অজ্ঞাত ওই হাসপাতালের দিকে ছুটে চলছেন হাজারো লোক। এমনকি সেখানকার রাস্তায় রাত্রিযাপন পর্যন্ত করছেন হাজারো মানুষ।
স্থানীয় পুলিশ বলেছে, বহু লোকের সমাগমের কারণে তাদের নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হচ্ছে। শিশুটিকে দেখতে এবং তার আশীর্বাদ পেতে হাসপাতালের ভেতর ঢোকার জন্য হাজার হাজার মানুষ দিন-রাত রাস্তায় অপেক্ষা করছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটি জন্মগতভাবে ৪টি হাত ও ৪টি পা নিয়ে ত্রুটিপূর্ণভাবে জন্মগ্রহণ করেছে এ সপ্তাহে। চিকিৎসকদের মনে করছেন, দুটি যমজ শিশু জোড়া লেগে থাকার কারণেই এভাবে জন্ম নিয়েছে সে।
তবে ত্রুটিপূর্ণভাবে এই শিশুটির জন্ম হওয়ায়ও খুব খুশি তার বাবা-মা। তার ছেলেকে ৮টি হাত-পা বিশিষ্ট হিন্দু দেবতা ভার্মার পুনর্জন্ম বলে মনে করছেন শিশুটির বাবা-মা। তবে শিশুটির বাবা-মায়ের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। তথ্যসূত্র: www.pakistantribe.com