দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার ভারতে ইবোলা ভাইরাস শনাক্ত হলো। লাইবেরিয়া হতে ভারতে আসা এক ব্যক্তির শরীরে ইবোলা ভাইরাসের জীবাণূ থাকার প্রমাণ মিলেছে।
জানা যায়, লাইবেরিয়া থেকে ভারতে আসে এক ব্যক্তি। তার শরীরে ইবোলা ভাইরাস থাকার প্রমাণ পেয়েছে ভারতের স্বাস্থ্য বিভাগ। গত মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য দিয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয় যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী পরীক্ষায় ওই ভারতীয় নাগরিকের ইবোলা টেস্ট নেগেটিভ থাকলেও ১০ নভেম্বর দিল্লির এয়ারপোর্টে অবতরণের পর তার বীর্যে ইবোলা ভাইরাস শনাক্ত করা হয়। এরপর রোগটি যাতে আর ছড়িয়ে না পড়ে সেজন্য ওই ব্যক্তিকে দিল্লিতে নিরাপত্তা হেফাজতে আলাদা করে রাখা হয়েছে। ইবোলা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির নামও গোপন রাখা হয়েছে। ওই ব্যক্তির সঙ্গে থাকা কাগজপত্র হতে জানা যায়, তিনি ইবোলা হতে সেরে উঠেছিলেন, ১০দিন পর তার আরও একটি পরীক্ষা করা হবে।
এ বিষয়ে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, তিনি ইবোলা হতে সেরে উঠা রোগী। তার রক্ত নেগেটিভ বললেও বীর্য পরীক্ষায় পজেটিভ। তবে তার শরীরে এখন ওই রোগটির কোনো লক্ষণ নেই।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইবোলা উপদ্রুত পশ্চিম আফ্রিকা হতে ফিরে আসা কয়েক হাজার যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে তবেই ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করছেন, ঘন বসতিপূর্ণ হওয়ার কারণে ভারত ইবোলা ঝুঁকিতে রয়েছে। পশ্চিমা দেশগুলোতে এই ইবোলা ভাইরাসে ৫ হাজারের বেশি লোক মারা গেছে। এখনও বহু মানুষ ইবোলায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।