The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

নাইজেরিয়ায় মসজিদে বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত নিহত ৯২

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ মসজিদে বোমা হামলার ঘটনা বন্ধ হচ্ছে না। এবার বোমা হামলা হয়েছে নাইজেরিয়ার একটি মসজিদে। বর্বরোচিত ওই বোমা হামলার ঘটনায় এ পর্যন্ত ৯২ জন নিহত হয়েছে।

Nigeria mosque bombing

নাইজেরিয়ার মসজিদে গত শুক্রবার দফায় দফায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে অন্তত ৯২ জন নিহত এবং ১২০ জন আহত হয়েছে। কানো প্রদেশের যৌথ বাহিনীর মুখপাত্র ক্যাপ্টেন ইকেচুকু এজে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, স্থানীয় সময় দুপুর ২টার দিকে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

Nigeria mosque bombing-2

কানো শহরের কেন্দ্রীয় মসজিদে জুমা নামাজের খোতবা শোনার জন্য শত শত মুসল্লি জড়ো হয়েছিলেন। রাজধানী আবুজা হতে ৪২৩ কিলোমিটার উত্তরে কানো শহরটি অবস্থিত।

প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বহুদূর হতে ধোঁয়ায় আকাশ ছেয়ে যেতে দেখা গেছে। বিস্ফোরণের পর সেখান থেকে গুলির শব্দও শোনা যায়।

মুসল্লিরা জানান, কয়েক সেকেন্ডের মধ্যে মসজিদের ভেতরে বিকট শব্দে দুটি বোমার বিস্ফোরণ ঘটে। তৃতীয় বোমাটি রাস্তায় বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পরপরই সম্ভাব্য হামলার আশংকায় পুলিশ গুলি ছুঁড়তে থাকে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
তবে কেও এখনও হামলার দায়িত্ব স্বীকার করেনি।

উল্লেখ্য, নাইজেরিয়ার সরকারি কর্মকর্তারা সাধারণত এ ধরনের হামলার ক্ষেত্রে উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী ‘বোকো হারাম’কে দায়ী করে থাকেন।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...