দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কম্পিউটার আবিষ্কারের পর বিশ্বের প্রথম কম্পিউটারটি কোথায় কি অবস্থায় রয়েছে এতোদিন জানা না থাকলেও এবার খোঁজ মিলেছে বিশ্বের সেই প্রথম কম্পিউটারের।
অনেকেই হয়তো এমন খবরে অবাক হবেন। তবে এটিই সত্যি বলে দাবি করেছেন আর্জেন্টিনীয় বৈজ্ঞানিকরা। সম্প্রতি আর্জেন্টিনীয় বৈজ্ঞানিকদের দলটি একটি ক্যালেন্ডার খুঁজে পান। ২০৫ খ্রীষ্টপূর্বের ১২ মে পৃথিবীতে একটি পূর্ণাঙ্গ সূর্যগ্রহণ হয়। ক্যালেন্ডারে সেই গ্রহণের উল্লেখও রয়েছে। বৈজ্ঞানিকদের ধারণা সেই ক্যালেন্ডারটি তৈরি করা হয়েছিল ‘কম্পিউটারাইজড মেকানিক্স’ ব্যবহার করে।
সংবাদ মাধ্যম বলেছে, গবেষকরা মনে করছেন ব্যাবিলনীয় যুগের পাটিগণিতের উপর ভিত্তি করেই তৈরি হয়েছিল এর জটিল গাণিতিক হিসাব। এর আগে বৈজ্ঞানিকরা রেডিওকার্বন বিশ্লেষণ করে আঁচ করতে পেয়েছিলেন, বিশ্বের প্রথম কম্পিউটার সম্ভবত খ্রীষ্ট্রের জন্মের ১০০ বছর আগেই তৈরি হয়েছিল। কিন্তু নতুন এই আবিষ্কারের ফলে কম্পিউটার আবিষ্কারের বয়স বেড়ে গেলো আরও ১শ’ বছর।
উল্লেখ্য, কম্পিউটারের আবিষ্কার নিয়ে এক এক সময় নানা মত এসেছে। তাছাড়া প্রথম কম্পিউটারটি কোথায় তৈরি হয় বা এর নমুনা কোথায় রয়েছে তাও জানা ছিলনা। আর্জেন্টিনীয় বৈজ্ঞানিকরা এবার তাদের তথ্য-উপাত্ত দিয়ে প্রমাণ করতে চেয়েছেন যে, ২০৫ খ্রীষ্টপূর্বের ১২ মে’র পূর্বেই কম্পিউটারের জন্ম হয়েছে। তথ্যসূত্র: www.rawstory.com