দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুধুই উদ্বোধনীর অপেক্ষায় রযেছে চালকবিহীন গাড়ি। ইংল্যান্ডের ৪টি জায়গায় চালকবিহীন এই গাড়ির টেস্ট ড্রাইভের প্রস্তুতিও শুরু হয়েছে বেশ জোড়েসোরে।
চালক ছাড়াই সড়কপথে চলবে এই গাড়ি। আর তাই রাস্তায় নামাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইংল্যান্ডের ৪টি জায়গায় এই চালকবিহীন এই গাড়ির টেস্ট ড্রাইভের প্রস্তুতি নেওয়া হয়েছে। জানা গেছে, ব্রিস্টল, গ্রিনউইচ, কভেন্ট্রি এবং মিলটন কেয়নেস-এ এই চারটি জায়গায় হবে এই টেস্ট ড্রাইভ। এই টেস্ট ড্রাইভের জন্য মোট ১৯ মিলিয়ন পাউন্ড খরচ হয়েছে। যে কারণে সবকিছু ঠিকঠাক থাকলে এখন শুধু কিনে নেওয়ার অপেক্ষা!
সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে, এই চালকবিহীন গাড়িতে কম্পিউটারের মাধ্যমে দেখা যাবে সবকিছু। যেমন যে অঞ্চল দিয়ে গাড়িটি যাবে তার একটি ত্রিমাত্রিক কাল্পনিক মডেলও দেখা যাবে এতে। যাতে সহজেই বোঝা যাবে সাধারণ মানুষ এই গাড়ি দেখে কী প্রতিক্রিয়া দেখাচ্ছেন। নিরাপত্তার বিষয়টিও বিশেষভাবে নজর দিচ্ছে ওই গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি।
সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই চালকবিহীন গাড়ি রাস্তায় চলাচল করবে। আধুনিক সুযোগ-সুবিধার এক নতুন সংযোজন সাধারণ মানুষকে আরও উদ্দেলিত করবে।
This post was last modified on ডিসেম্বর ৭, ২০১৪ 8:46 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…