দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পিতা চলচ্চিত্রের এক খ্যাতিমান নায়ক ওমর সানি ও পুত্র ফারদিন একটি টেলিফিল্ম তৈরি করতে যাচ্ছেন। যান নাম দেওয়া হয়েছে ‘ডেসটিনেশন’।
পিতা ওমর সানি চলচ্চিত্রের নায়ক এবং প্রযোজকও। অপরদিকে পুত্র ফারদিন এহসান এই বয়সেই হয়েছেন পরিচালক। আর পিতা-পুত্রের যৌথ প্রয়াসে নির্মিত হতে যাচ্ছে অ্যাকশননির্ভর টেলিফিল্ম ‘ডেসটিনেশন’।
২ ডিসেম্বর হতে উত্তরার দিয়াবাড়িতে শুরু হয়েছে এ টেলিফিল্ম ‘ডেসটিনেশন’ শুটিং। প্রথম দিনের শুটিংয়ে অংশ নেন ওমর সানি, শহীদুজ্জামান সেলিম এবং সুজানা। দ্বিতীয় দিন এদের সঙ্গে ছিলেন চলচ্চিত্রের আরেক আলোচিত ভিলেন ড্যানিরাজ।
জানা গেছে, ফারদিন অত্যন্ত দক্ষতার সঙ্গে শক্তিমান চার শিল্পীকে নিয়ে শুটিং করেন। এই টেলিফিল্মে শহীদুজ্জামান সেলিম দ্বৈত চরিত্রে অভিনয় করছেন বলে প্রযোজক ওমর সানি জানিয়েছেন।
ওমর সানি বলেন, স্বাধীন প্রোডাকশন্সের ব্যানারে নির্মিত হচ্ছে এই টেলিফিল্ম ‘ডেসটিনেশন’। এই টেলিফিল্মটিতে আমি শুধু নায়ক হিসেবে অভিনয় করছি। প্রযোজনা করছি আমি তবে বাকি সবকিছুই নিজস্ব চিন্তাভাবনা আর মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করছেন আমার ছেলে পরিচালক ফারদিন। আমরা কেওই তার পরিচালনার বিষয়ে কোন হস্তক্ষেপ করবো না।
পুত্রের কাজ দেখে মহা খুশি ওমর সানি আরও বলেন, ‘এই টেলিফিল্মটিতে আমি একজন গোয়েন্দা পুলিশের চরিত্রে অভিনয় করছি। আমাদের পিতা-পুত্রের যৌথ প্রয়াসে নির্মিত এই টেলিফিল্ম ‘ডেসটিনেশন’ সবার ভাল লাগবে এমন নিশ্চয়তা আমি দিতে পারি।