এবার পোশাকই বলে দেবে স্বাস্থ্যের খবরা-খবর!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ কার কখন স্বাস্থ্যের কি পরিস্থিতি হবে তা কেওই বলতে পারে না। তবে গবেষকরা একাজটি সহজ করতে যাচ্ছেন। এবার পোশাকই বলে দেবে স্বাস্থ্যের খবরা-খবর।

খুব স্বাভাবিক একটি বিষয় হলো অসুস্থ হলে আমরা চিকিৎসকের শরণাপন্ন হয়ে থাকি। চিকিৎসক সবসময় ধরিয়ে দেন এই টেস্ট, সেই টেস্ট। তারপর আবার দৌড়াও প্যাথলজি সেন্টারে। একদিনের অপেক্ষার পর টেস্টের কাগজ হাতে নিয়ে তারপর আবার চিকিৎসকের দ্বারস্থ হতে হবে। এসব একগাদা টেস্টের ঝামেলা হতে নিষ্কৃতি পেতে আসছে বিশেষ ব্যবস্থার এক পোশাক।

এই বিশেষ ধরনের পোশাকই বলে দেবে রক্তে শর্করা বেড়ে গেলো কি-না, হার্ট ঠিকঠাক কাজ করছে কি-না, অথবা মস্তিষ্কের সচলায়তনের অবস্থা কি। তাই এখন আর টেস্ট রিপোর্টের কাগজের দিকে তাকিয়ে না থেকে সব তথ্য জড়ো করে ওই পোশাকই অটোমেটিকলি পাঠিয়ে দেবে ওয়্যারলেস কিংবা সেলফোনের নেটওয়ার্কে।

Related Post

এমনই একটি পোশাক তৈরি করেছেন কানাডার কুইবেকের লেভাল ইউনিভার্সিটির গবেষকরা। লেভাল ইউনিভার্সিটির অধ্যাপক ইউনুস মেসাদ্দেকের নেতৃত্বে গবেষকদের তৈরি করা ওই বিশেষ পোশাকে রয়েছে স্মার্ট ফেব্রিক যা তামা, পলিমার, গ্লাস এবং সিলভারের সংমিশ্রণে তৈরি যন্ত্রপাতি।

অধ্যাপক মেসাদ্দেক সংবাদ মাধ্যমকে বলেছেন, এসবের তৈরি তন্তু বা ফাইবার একই সঙ্গে সেন্সর এবং অ্যান্টেনার কাজ করবে। এই তন্তু টেকসই, কিন্তু হবে নমনীয়। তিনি বলেছেন, উল কিংবা সুতোর সঙ্গেও এই তন্তু বোনা সম্ভব।

অধ্যাপক ইউনুস আরও জানান, এ পোশাক পরিধানকারীর দৈহিক বা শারীরিক পরিস্থিতি সব সময় পর্যবেক্ষণ করবে। নানা তথ্য বেতার বা মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে সেতথ্য পাঠিয়ে দেবে চিকিৎসকের কাছে।

এই গবেষণাপত্রটি সেন্সর জার্নালে সম্প্রতি প্রকাশিত হয়েছে। গবেষণাপত্রে বলা হয় যে, যারা দীর্ঘমেয়াদি রোগশোকে ভুগছেন কিংবা কোনো বৃদ্ধ বয়সে একাকী বাস করছেন অথবা দমকলকর্মী ও পুলিশ কর্মকর্তার জন্য এই পোশাক ব্যবহার করা বেশি প্রয়োজন।

গবেষকরা আরও জানান, পোশাকটি ইতিমধ্যে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা উৎরেও গেছে। তবে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখা হবে বলে গবেষকরা মত দিয়েছেন। তারা মনে করেন, আধুনিক জগতে এই পোশাক মানুষের জন্য বিশেষ ভূমিকা রাখতে সক্ষম হবে।

This post was last modified on এপ্রিল ১১, ২০১৫ 4:06 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

‘ওয়াটার ওয়েট’ আসলে কী? বেশি পানি খেলে কী দেহের ওজন বেড়ে যাবে?

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হাতে বাঁধা ‘স্মার্ট’ ঘড়ি প্রতিনিয়ত জানান দিচ্ছে যে, আপনার ক্যালোরি…

% দিন আগে

এক্সিলেন্ট সিরামিকস গ্রুপের কর্মীদের বীমা সুরক্ষা দেবে মেটলাইফ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের অন্যতম বৃহত্তর টাইলস এবং স্যানিটারি সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান এক্সিলেন্ট…

% দিন আগে

বাংলালিংকের নতুন সিইও হচ্ছেন ইওহান বুসে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাংলাদেশের উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (চিফ এক্সিকিউটিভ…

% দিন আগে

ঈদ উপলক্ষে ন্যানসি কন্যার কণ্ঠে নতুন গান!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মা নাজমুন মুনিরা ন্যানসির পথেই হাটছেন তার কন্যা মার্জিয়া বুশরা…

% দিন আগে

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরামর্শের পরই গাজায় ইসরায়েলের ব্যাপক হামলায় নিহত ২০০

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় আবারও ভয়াবহ হামলা…

% দিন আগে

বাবাকে দেখেই আদর খেতে ছুটরো আহ্লাদি সিংহশাবক: কিন্তু খেলো এক চড়!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাবাকে দেখেই আদর খেতে ছুটরো আহ্লাদি সিংহশাবক। কিন্তু সিংহশাবকের মাথায়…

% দিন আগে