দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ একসময় পৃথিবীতে রাজত্ব ছিল ডাইনোসরের। প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে এসব ডাইনোসর ধ্বংস হয়ে গেছে। অনেকে মনে করেন, আকাশ থেকে পাথর কিংবা আগুনবৃষ্টির কারণেই হারিয়ে গেছে অতিকায় এই প্রাণী। খবর বিবিসি অনলাইনের।
গবেষকরা বলেছেন, দ্রুতগতির সব ধূমকেতু বা গ্রহাণুর আঘাতেই অবসান হয়েছে ডাইনোসর যুগের। বিজ্ঞানীরা বলেন, মেক্সিকোর চিকশুলুব খাদের আয়তন প্রায় ১৮০ কিলোমিটার। খাদটি সৃষ্টি হয়েছে ধূমকেতু বা গ্রহাণুর আঘাতে। অবশ্য এ ধূমকেতুর আয়তন ছিল মাত্র ১০ কিলোমিটার। ধূলি, শিলা ও বরফের সংমিশ্রণ এবং পারমাণবিক শক্তিসম্পন্ন ইরিডিয়ামে তৈরি হওয়ায় তুলনামূলক অতি ক্ষুদ্র এসব ধূমকেতুর আঘাতেই বড় বড় খাদ সৃষ্টি হতে বাধ্য।
টেক্সাসে ১৮-২২ মার্চ অনুষ্ঠিত ৪৪তম লুনার অ্যান্ড প্লানেটারি সায়েন্স কনফারেন্সে গবেষকরা জানান, যেসব গ্রহাণুর আঘাতে চিকশুলুবের মতো খাদ সৃষ্টি হয়েছে, একই রকম আঘাতে সাড়ে ছয় কোটি বছর আগে ধ্বংস হয়ে গেছে ডাইনোসররা। বিজ্ঞানীদের মতে, অতি শক্তিসম্পন্ন সব গ্রহাণু বা ধূমকেতুর আঘাতে পৃথিবীতে উপর্যুপরি অগ্নিকাণ্ড, আগ্নেয়গিরি, ভূমিকম্প ও সুনামির আঘাতে হারিয়ে গেছে তারা।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবত গবেষকরা গবেষণা করছেন পৃথিবী থেকে এই বিশাল প্রাণীটি কিভাবে হারিয়ে গেছে। বিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন তথ্য উপাত্ত হাজিরও করেছেন।