দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টিভির ব্যাপক সমালোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এবার চলচ্চিত্রে প্রবেশ করতে যাচ্ছেন। শোনা যাচ্ছে সাইমন তারিক পরিচালিত ‘ক্রাইম রোড’ সিনেমায় দেখা যেতে পারে তাকে।
বাংলাদেশের মিডিয়ায় ব্যাপক সমালোচিত মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সিনেমাতে অভিনয় করবেন এমন কথা সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছিল। এবার সত্যিই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে এই বিতর্কিত এই অভিনেত্রীর। এ বিষয়ে চলচ্চিত্র নির্মাতা এবং প্রভার মধ্যে আলোচনা চলছে বলে খবর এসেছে। সাইমন তারিক পরিচালিত ‘ক্রাইম রোড’ নামে একটি চলচ্চিত্রে প্রভাকে দেখা যেতে পারে বলে জানা গেছে।
সাইমন তারিক সংবাদ মাধ্যমকে এ বিষয়ে বলেছেন, ‘চলতি বছরের ৩১ ডিসেম্বর ‘ক্রাইম রোড’ চলচ্চিত্রের শুভ মহরত অনুষ্ঠিত হবে। যদিও এখন পর্যন্ত সকল অভিনয়শিল্পী বাছাই হয়নি। এই চলচ্চিত্রে প্রভাকে নেওয়ার ব্যাপারে কথা চলছে। যদি সবকিছু ঠিক থাকে তাহলে প্রভা এই চলচ্চিত্রের নায়িকা চরিত্রে অভিনয় করবেন।’
অপরদিকে সাদিয়া জাহান প্রভা সংবাদ মাধ্যমকে বলেছেন যে, ‘এখনও ছবিটির গল্প জানিনা। আগে গল্প সম্পর্কে জানি। গল্প ভালো লাগলে কাজ করবো। কয়েকদিন পর বিষয়টি নিশ্চিত করে বলা যাবে।’