দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আজ আপনাদের জন্য রয়েছে বিশ্বের সবচেয়ে নমনীয় এক নারীর গল্প। যে নারীকে অনেকেরই দেখে মনে হতে পারে এটি কোনো ভাস্কর্য।
এই ছবিটি দেখে অনেকেরই দেখে মনে হতে পারে যে, এটি কোন ভাস্কর্য। কিন্তু না, আসলে এটি ভাস্কর্য নয়, এটি একটি নরম বা নমনীয় দেহের কৌশল।
সম্প্রতি আঁটসাঁট সোনালি জামা পরে নানা নাটকীয়রূপে ক্যামেরায় ধরা দিয়েছেন ওই নমনীয় নারী। ২০১৫ সালের বার্ষিক ক্যালেন্ডারে জন্য প্রকাশিত তার ছবিগুলো রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। এ কৃতিত্ব রাশিয়ার জন্ম নেওয়া এক নারী জাতার। নমনীয় শরীরের নৈপুণ্যের কারণে নানা বিশ্ব রেকর্ড তিনি ইতিমধ্যেই ঝুলিতে পুরতে সক্ষম হয়েছেন। সে কারণে তাকেই বর্তমানে পৃথিবীর সবচেয়ে নমনীয় নারী হিসেবে অভিহিত করা হচ্ছে।
ওই নারী মোড়ানো পা দুটি মাথার ওপর ঝুলিয়ে হাতে ভর দিয়ে থাকা, দাঁড়ানো অবস্থায় মাথাটাকে দুই হাঁটুর মাঝখানে নামিয়ে আনা, অনেকটা সাপের মতো গোটা শরীরকে কুঞ্চিত করে রাখা। তিনি নানা চমকলাগা দেহভঙ্গিও করতে পারেন। যা ভাষায় বর্ণনা করা একেবারেই অসম্ভব। ছবি এমন একটি জিনিস যা সবকিছুই বলে দিতে পারে। ওই নমনীয় নারীর ক্ষেত্রেও ঘটেছে তাই। অঙ্গভঙ্গির শৈল্পিক উপস্থাপনার স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বিভিন্ন পুরস্কার।
সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, ২৮ বছর বয়সী জাতার প্রকৃত নাম জুলিয়া গোয়েন্থেল। মাত্র ৪ বছর বয়স হতেই তিনি এসব অঙ্গভঙ্গির চর্চা করে অভ্যস্ত। ৫ ফুট ৮ ইঞ্চি লম্বা সাবেক এই ব্যায়ামবিদ বর্তমানে বসবাস করছেন জার্মানিতে। তিনি শরীরের নমনীয়তা ঠিক রাখতে চালিয়ে যাচ্ছেন নিয়মিত শরীরচর্চা। ভক্তদের তিনি শুভেচ্ছা জানিয়েছেন নতুন বছরের।