The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

একটি ঐতিহাসিক মসজিদ ‘নূরমানিকচর মসজিদ’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শুক্রবার, ৯ জানুয়ারী ২০১৫ খৃস্টাব্দ, ২৬ পৌষ ১৪২১ বঙ্গাব্দ, ১৭ রবিউল আউয়াল ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

Nurmanikchor Mosque

যে ছবিটি দেখছেন এটি ঐতিহাসিক মসজিদ ‘নূরমানিকচর মসজিদ’। কুমিল্রার দেবীদ্বারের সবচেয়ে পুরাতন মসজিদ এই নূরমানিকচর মসজিদ। এই মসজিদটির বয়স প্রায় পাঁচশত বছর।

জানা যায়, পঞ্চদশ শতাব্দীর আগে মরহুম সৈয়দ নূর আহমেদ কাদেরী পীর সাহেব এই মসজিদটি নির্মাণ করেন। সৈয়দ নূর আহমেদ কাদেরী পীর সাহেব’র নামানুসারেই ওই গ্রামের নামকরণ করা হয় নূরমানিকচর গ্রাম।

কত বছর আগে দেবীদ্বারে কারা ইসলামের আলো জ্বেলেছিলেন তার কোন দিক নির্দেশনা পাওয়া না গেলেও এই ঐতিহাসিক মসজিদগুলোর দিকে খেয়াল করলে সহজেই বুঝা যায় এখানকার মুসলিম সভ্যতা বহু দিনের পুরনো।

মসজিদটি সাতগম্ভুজ বিশিষ্ট। মসজিদটির দৈর্ঘ্য ১০ফুট এবং প্রস্থ্য ৫ফুট। একসঙ্গে ২০/২৫ জন নামাজ আদায় করতে পারেন। চুন-সুরকী দিয়ে নির্মিত মসজিদটির ভেতরে রয়েছে অপূর্ব কারুকাজ। মসজিদের ছাদে রয়েছে ১১টি গম্বুজ, এর মধ্যে মূল ছাদে রয়েছে ৭টি ও বাকী ৪টি গম্বুজ রয়েছে মসজিদের চারকোণায়। তবে সংরক্ষণ এবং সংস্কারের অভাবে সবকটি গম্বুজই ধ্বংস প্রায়। সুুষ্ঠুভাবে পরিচর্যা না থাকার কারণে মসজিদের বাহিরের আস্তরগুলো নষ্ট হয়ে গেছে। অধিকাংশ জায়গা থেকে আস্তরগুলো খসে পড়ছে। বৃষ্টির পানিতে মসজিদের দেওয়ালে সেওলা জমে মসজিদের সৌন্দর্য্য নষ্ট হচ্ছে। ছাদের অবস্থাও আরও খারাপ। যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে। নূরমানিকচর মসজিদটি কুমিল্লাশহর হতে পশ্চিমে ১৮ কিলোমিটার দূর ও ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক’র নূরমানিকচর বাস স্টেশনের আধা কিলোমিটার উত্তরে অবস্থিত।

উল্লেখ্য, মসজিদের প্রতিষ্ঠাতা সৈয়দ নূর আহম্মেদ আল কাদেরী পীর সাহেব একজন ধর্মপ্রাণ ও দানবীর ছিলেন। তিনি মসজিদ ছাড়াও ডাকঘর, মক্তব, পাঠশালা ও দিঘীসহ বহু কিছু নির্মাণ করে গেছেন। মসজিদটি রক্ষা করতে হলে অনতিবিলম্বে এর সংস্কার প্রয়োজন।

তথ্য ও ছবি: newcomilla.blogspot.com এর সৌজন্যে।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx