দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির ধর্ষণ মামলায় অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত জামিন পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল। রুবেল জামিনে মুক্ত হওয়ার খবরে আকাশ থেকে পড়লেন হ্যাপী!
জাতীয় দলের পেসার রুবেল হোসেনের আজ জামিন দিয়েছে আদালত। এদিকে জামিনে মুক্ত হওয়ার খবর শুনে যেনো আকাশ থেকে পড়েন চিত্র নায়িকা হ্যাপী।
আজ রবিবার দুপুরের দিকে ঢাকার ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ইমরুল কায়েস এই জামিন আদেশ দেন। এর আগে গত ৮ জানুয়ারি ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিচারক তার আবেদন নামঞ্জুর করে রুবেলকে জেলহাজতে পাঠান।
এদিকে রুবেলের এই জামিনের খবরে চিত্রনায়িকা হ্যাপী বিস্মিত হয়েছেন। তিনি জানতেনই না যে রুবেলের জামিন হয়েছে। হ্যাপি সংবাদ মাধ্যমকে এই খবর শুনে কিছুক্ষণ চুপ করে থেকে উত্তর দেন, ‘আপনি কী শিওর?, তার জামিনে হয়েছে।’ এর পর যখন তাকে নিশ্চিত করা হয় তখন তিনি বলেন, ‘এখনও আমি শুনিনি।’
চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির ধর্ষণ মামলায় অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত জামিন পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। আজ রবিবার সকালে আসামির আইনজীবী আবদুল্লাহ আল মাহমুদ এই জামিন আবেদন করেন।
উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর এই মামলায় হাইকোর্ট হতে ৪ সপ্তাহের জামিন পেয়েছিলেন রুবেল। এই সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেওয়া হয়েছিল ওই আদেশে। গত ১৩ ডিসেম্বর নবাগত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি ধর্ষণের অভিযোগ এনে মিরপুর থানায় নারী এবং শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় মামলাটি দায়ের করেন।
This post was last modified on জানুয়ারী ১১, ২০১৫ 9:46 অপরাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ঠেলে দেওয়ার কঠোর নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তুরস্কের রাজধানী আঙ্কারায় “তোমক” নামে এক জনপ্রিয় বিড়ালকে শহরের ‘সম্মানিত…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ খৃস্টাব্দ, ২৫ অগ্রাহায়ণ ১৪৩২…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শসা আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় অন্যতম পরিচিত এবং সহজলভ্য একটি সবজি।…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অ্যাপল ও গুগল বিশ্বজুড়ে তাদের ব্যবহারকারীদের আবারও নতুন করে সাইবার…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈনন্দিন খাদ্যতালিকায় সবচেয়ে পরিচিত ও সহজলভ্য একটি সবজি হলো…