দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বাসে পেট্রোলবোমায় রংপুরে শিশুসহ নিহত ৫ ও ১০ জন অগ্নিদগ্ধ হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।
গভীর রাতের ওই ঘটনাটি ঘটে রংপুরের মিঠাপুকুর উপজেলা সদরে রংপুর-ঢাকা মহাসড়কের বাতাসন এলাকায়। রাতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এসময় এক শিশুসহ ঘটনাস্থলেই ৪ জন ও পরে ১ জন নিহত হয়। ওই ঘটনায় অগ্নিদগ্ধ হয় আরও ১০ জন। অগ্নিদগ্ধ ১১ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আরও দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন। এদিকে পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মিঠাপুকুরের ৮ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে।
পুলিশ বলেছে, মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে কুড়িগ্রাম জেলার উলিপুর হতে খলিল পরিবহণ নামের যাত্রীবাহী ওই বাসটি উলিপুর হতে ঢাকার উদ্দেশে যাওয়ার সময় রংপুরের মিঠাপুকুর উপজেলা সদরের বাতাসন এলাকায় পৌঁছালে বাসটিকে লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসটিতে সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।