দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ৫৬ আইএস সদস্যকে শিরশ্চ্ছেদের নির্দেশ দিয়েছে বাগদাদি। কুর্দিস ডেমোক্র্যাটিক পার্টি (কেডিপি) প্রধান বাগদাদি এই নির্দেশ দেন।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ৫৬ সদস্যকে শিরশ্চ্ছেদের নির্দেশ দিয়েছেন কুর্দিস ডেমোক্র্যাটিক পার্টি (কেডিপি) সংগঠনটির প্রধান আবু বকর আল-বাগদাদি। ইরাকের উত্তরাঞ্চলে যুদ্ধে দেশটির কুর্দিদের বিশেষ বাহিনী পেসমার্গার সদস্যদের কাছে পরাজিত হয় ওই ৫৬ আইএস সদস্য। এরপর তাদের মৃত্যুদণ্ড হিসেবে শিরশ্চ্ছেদের নির্দেশ দেওয়া হয় বলে জানান এক কুর্দি নেতা।
কুর্দিস ডেমোক্র্যাটিক পার্টির (কেডিপি) নেতা সাঈদ মামোজিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ইবরিল প্রদেশের রাজধানী খোবারে আইএস জঙ্গিরা পরাজিত হওয়ার পর তাদের শিরশ্চ্ছেদের নির্দেশ দেন সংগঠনের প্রধান বাগদাদি। ইবরিলের ওই যুদ্ধে ৩শ’ আইএস যোদ্ধাকে হত্যা করা হয়েছে।’ ইরাকের আইএসের শক্ত ঘাঁটি মসুল শহরের পূর্বে আল-নামরুদে তাদের শিরশ্চ্ছেদ করা হবে বলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যমে বলা হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর বিমান হামলার সহায়তায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে ইরাকের সেনা বাহিনী এবং কুর্দি বাহিনী। খিলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইরাক এবং সিরিয়ার বিশাল এলাকা দখলে রেখেছে আন্তর্জাতিক এই জঙ্গি সংগঠন আইএস। আইএস মূলত কট্টর ইসলামী ধ্যানধারণা এবং শরিয়া আইন অনুসরণ করে থাকে।