দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাম্প্রতিক সময়ে সৌদি নারীদের নিয়ে বেশ কিছু সংবাদ আন্তর্জাতিক মহলে আলোচনার খোরাক হয়েছে। এরমধ্যে বর্তমানে বেশি আলোচিত হচ্ছে বিয়ে নিয়ে। সৌদি নারীরা নাকি বিয়েতে আগ্রহ হারাচ্ছে।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলেছে, সৌদী আরবে বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে এমন মেয়ের সংখ্যা নাকি লাখ লাখ। ফলে ত্রিশোর্ধ এসব মেয়েদের নিয়ে সমস্যায় পড়েছেন সৌদি সরকার।
সম্প্রতি সৌদি ‘ফ্যামেলি কেয়ার সোসাইটি’র প্রধান মোহাম্মদ আল আবদুল কাদের এই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি স্থানীয় ‘মক্কা’ পত্রিকাকে জানিয়েছেন যে, ‘দেশে ত্রিশোর্ধ অবিবাহিত নারীর সংখ্যা ১৫ লাখ।’
কিন্তু সৌদি আরবের অন্যান্য সামাজিক সংগঠনগুলোর বলছে, ‘দেশে অবিবাহিত নারীদের সংখ্যা ২০ কোটির মতো। এই সমস্যার দ্রুত সমাধান না করা হলে সমাজে নানা সমস্যা সৃষ্টি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংবাদে বলা হয়, সৌদি আরবের স্বাবলম্বী নারীরা এখন বিয়ের প্রতি আগ্রহ হারাচ্ছেন। তারা বিয়ের চাইতে নিজেদের কেরিয়ারকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। ফলে দেশটিতে বিয়ে নিয়ে এমন সঙ্কট শুরু হয়েছে। সংবাদ মাধ্যম বলছে যে, দেশটিতে অবিবাহিত যুবকদের সংখ্যাও নেহায়েত কম নয়।
মক্কা ডেইলি বলছে, ‘পর্যাপ্ত আয় না থাকার কারণে এসব পুরুষরা বিয়ে করে পরিবার তৈরি করতে পারছেন না। সৌদি সমাজে এখনও যৌতুক একটি প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত হয়ে থাকে। সেখানে উল্টো ছেলেপক্ষকেই যৌতুক দিতে হয়।’