দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেন না। রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা কাস্ত্রোর এক চিঠিতে এই কথা উল্লেখ করা হয়েছে।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো বলেছেন, ‘আমি কখনও যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করি না। আমি তাদের সঙ্গে কথাও বলিনি।’ সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করা কাস্ত্রোর এক চিঠিতে এই কথা উল্লেখ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে হাভানায় কমিউনিস্ট কিউবা এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুগান্তকারী আলোচনা হওয়ার মাত্র এক সপ্তাহ পর এই প্রতিক্রিয়া জানালেন ফিদেল কাস্ত্রো। তবে এই চিঠিটি যে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের প্রত্যাখ্যান, অবশ্য তা নয়।
১৭ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ত্রো ঘোষণা দেন যে, যুক্তরাষ্ট্র এবং কিউবা নিজেদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত রেখেছে।
আর এর অংশ হিসেবে ওবামা হাভানার ওপর হতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। ভ্রমণ এবং বাণিজ্যের ওপর হতে অবরোধ তুলে নিতে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করার কথাও ভাবছে যুক্তরাষ্ট্র। ফিদেল কাস্ত্রো স্বাস্থ্যগত কারণে ২০০৬ সালে ক্ষমতা হতে সরে দাঁড়ান।
উল্লেখ্য, কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো ক্ষমতায় থাকাকালিন কট্টরপন্থি ভূমিকা রাখেন।