দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্ব রেকর্ডের ক্ষেত্রে ভারত বর্তমানে এগিয়ে রয়েছে। যেমন বিশ্বের সবেচেয়ে দীর্ঘ গোঁফধারীসহ বেশ অনেকগুলো ক্ষেত্রে রেকর্ড রয়েছে ভারতের।
বিশ্ব রেকর্ডের ক্ষেত্রে ভারত বর্তমানে এগিয়ে রয়েছে। যেমন গোফ দিয়ে শুরু করা যাক। ২০১০ সালে বিশ্বের সবচেয়ে লম্বা গোঁফধারী ব্যক্তি ভারতের যার গোঁফের দৈর্ঘ্য ৪ মিটার ২৯ সেন্টিমিটার। ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলির হাতে গত ২০ জানুয়ারি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ একটি সনদ তুলে দিয়েছে। ২০১৪ সালের আগস্ট মাসে মাত্র এক সপ্তাহের ব্যবধানে ১ কোটি ৮০ লাখ নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার রেকর্ড সৃষ্টি করে ভারত। অনন্য এই দৃষ্টান্ত স্থাপনের জন্য দেশটিকে এই সম্মানে ভূষিত করা হয়।
ভারতের আর বেশ কিছু বিশ্ব রেকর্ড রয়েছে। অন্যতম বিশ্ব রেকর্ডের মধ্যে রয়েছে:
# ২০০৫ সালে ৬৪ কেজি ওজনের পৃথিবীর সবচেয়ে বড় চাপাতি রুটি তৈরি।
# ২০১০ সালে বিশ্বের সবচেয়ে লম্বা গোঁফধারী ব্যক্তি (দৈর্ঘ্য ৪ মিটার ২৯ সেন্টিমিটার।
# ২০১২ সালে কলকাতায় গান্ধীর মতো দেখতে ব্যক্তিদের সবচেয়ে বড় জমায়েত।
ভারতের উদ্ভট বিশ্ব রেকর্ডগুলোর মধ্যে রয়েছে:
# জেমস সিয়েমিয়ং নামের এক জুতার কারিগরের রেকর্ড, যিনি মাত্র এক মিনিটের মধ্যে শরীরের ২৬টি আলাদা গিঁঠ মটকে ছিলেন।
রাধাকান্ত বাজপেয়ির রেকর্ড, যাঁর কানের লোম পৃথিবীতে যেকোনো মানুষের চেয়ে সবচেয়ে লম্বা অর্থাৎ ২৫ সেন্টিমিটার।
চতুর্থত ও সর্বশেষ বিষয়টি হলো সৃষ্টিকে কোনো কোনো ভারতীয় জনপ্রিয়তা ও অর্থ উপার্জনের শালীন উপায় বলে মনে করেন:
# দিল্লির গিনেস ঋষি। একের পর এক রেকর্ড সৃষ্টি করার বিষয়টি ফুটিয়ে তুলতে তিনি তাঁর নিজের নাম পাল্টে এমনভাবে নামকরণ করেছেন। তিনি এ পর্যন্ত গিনেস কর্তৃপক্ষের কাছ থেকে ৭টি সনদ পেয়েছেন। এর মধ্যে রয়েছে:
# নিজের দেহে পতাকার ২২০টি উল্কি আঁকা
# কম সময়ের মধ্যে সবচেয়ে দ্রুত ও বেশি পরিমাণে সস খাওয়া
# পৃথিবীর ক্ষুদ্রতম কোরআন তৈরি ইত্যাদি।
বিদেশি সাংবাদিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বিশ্ব রেকর্ড তৈরি করা ছাড়া আমার কোনো উপায় নেই। আমি যদি এটি না করি, তাহলে মানুষ আমাকে ভুলেই যাবে।’
ভারতের বিপুল জনসংখ্যা দেশটির মানুষকে রেকর্ড সৃষ্টিতে বেশ আগ্রহী করে তুলেছে, অন্তত রেকড দেখে তাই বোঝা যায়। কেননা বিপুল এই জনস্রোতের ভিড়ে আলাদাভাবে নিজেকে ব্যতিক্রমী হিসেবে অন্যের দৃষ্টি আকর্ষণ করতে চাইলে, রেকর্ড সৃষ্টির বিকল্প হয় না।