দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ নানা অনিশ্চয়তা, অস্থিরতা ও দুই দফা পেছানোর পর অবশেষে সারাদেশে আজ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।
নানা অনিশ্চয়তা, অস্থিরতা ও দুই দফা পেছানোর পর অবশেষে সারাদেশে আজ এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে সারা দেশে শুরু হয় এক অনিশ্চয়তা। দেশব্যাপি লাগাতার অবরোধ ও হরতালের কারণে দুই বার পেছানো হয় পরীক্ষা এমন এক পরিস্থিতিতে শিক্ষার্থী ও অভিভাবকরা পড়েন চরম এক অনিশ্চতয়ায়। অবশেষে আজ শুক্রবার ২ ফেব্রুয়ারি পরীক্ষা গ্রহণের মাধ্যমে পরীক্ষা শুরু হলো। সকাল ৯টায় শুরু হয়েছে এই পরীক্ষা। শেষ হবে ১২টায়।
পরীক্ষাকে কেন্দ্র দেশব্যাপি ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব ও ৩২৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব আইনপ্রয়োগকারী সংস্থা পরীক্ষার্থীদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। সকাল থেকে শান্তিপূর্ণভাবেই চলছে পরীক্ষা।
এবছর ২৭ হাজার ৮০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৭ লাখ ৩৩ হাজার ২২০ জন ছাত্র ও ৬ লাখ ৯৯ হাজার ৫২৫ জন ছাত্রী।
২ ফেব্রুয়ারির এই পরীক্ষা হরতারের কারণে পিছিয়ে শুক্রবারে নিয়ে আসা হয়। আজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। এই পরীক্ষাটি গত বুধবার হওয়ার কথা ছিল। সূচি অনুযায়ী রোববারও পরীক্ষা রয়েছে। ওই দিন এসএসসির ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা হওয়ার কথা।
জানা গেছে, আজ আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসিতে সকালে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র এবং বাংলা ভাষা এবং বাংলাদেশের সংষ্কৃতি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। অপরদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনালে অনুষ্ঠিত হচ্ছে বাংলা-২ (১৯২১) সৃজনশীল ও বাংলা-২ (৮১২১) সৃজনশীল বিষয়ের পরীক্ষা এবং মাদ্রাসা বোর্ডের অধীনে হচ্ছে দাখিলে কুরআন মাজিদ এবং তাজবিদ বিষয়ের পরীক্ষা ।
This post was last modified on ফেব্রুয়ারী ৬, ২০১৫ 10:59 পূর্বাহ্ন
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…