ঢাকায় মমতার সফর: বাংলাদেশের চাওয়া ও পাওয়ার বিশ্লেষণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিন দিনের সফরে এসে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঢাকায় নেমেই মমতা বললেন, ‘মনে হচ্ছে নিজের দেশেই এসেছি’। মমতার সফরে বাংলাদেশের চাওয়া ও পাওয়ার বিশ্লেষণ নিয়েই এই প্রতিবেদন।

গতকাল রাতে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন নেমে ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তিনি ঢাকায় নেমেই বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘মনে হচ্ছে নিজের দেশেই এসেছি।’ এসময় মমতা বেশ উচ্ছ্বসিতও ছিলেন।

গতকাল বৃহস্পতিবার রাত ৯ টার পর এয়ার ইন্ডিয়ার নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তাঁকে স্বাগত জানান। পররাষ্ট্র দপ্তর এবং ভারতীয় হাই কমিশনের ঊধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

Related Post

জানা গেছে, ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর আমন্ত্রণে বাংলাদেশ সফরে এসেছেন মমতা ব্যানার্জি। সফরকালে মমতা ব্যানার্জী বাংলাদেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন।

২০১১ সালের মে মাসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে এটিই মমতা ব্যানার্জির প্রথম সফর। জানা যায়, মমতা ব্যানার্জী ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অমর একুশে উদযাপন অনুষ্ঠানেও যোগ দেবেন। তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ইন্ডিয়ান চেম্বার অব কমার্স কোলকাতা (আইসিসি)- এর সহযোগিতায় ফেডারেশন অব ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অব ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) অনুষ্ঠানেও ভাষণ দেবেন। তিনি ভারতীয় হাইকমিশন আয়োজিত এক সংবর্ধনা সভায়ও যোগ দেবেন।

ধারণা করা হচ্ছে, মমতা ব্যানার্জির সফর দীর্ঘদিন ধরে জমে থাকা বাংলাদেশ-ভারতের অমিমাংসিত বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সমাধান আসতে পারে। বিশেষ করে তিস্তাচুক্তির বিষয়টি সামনে উঠে আসবে। যেটিতে আগের বার মমতা ব্যানার্জি বিরোধীতা করেছিলেন। আর তাই মমতা ব্যানার্জির বাংলাদেশ সফর রাজনৈতিক ও পারষ্পরিক সম্পর্কে বেশ কিছুটা অগ্রগতি হতে পারে এমনটিই ধারণা করছেন বিশ্লেষকরা।

This post was last modified on ফেব্রুয়ারী ১৯, ২০১৫ 10:49 অপরাহ্ন

স্টাফ রিপোর্টার

Recent Posts

চাদে প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় নিহত ১৯

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মধ্য আফ্রিকার দেশ চাদের রাজধানী এনজামেনায় প্রেসিডেন্ট প্রাসাদে বোকো হারাম…

% দিন আগে

মানুষখেকো বাঘকে হাতির পিঠে বাঁধা হয়েছে! বিরক্ত জনগণ

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ভাইরাল এক ভিডিওতে দেখা গিয়েছে, হাতির পিঠে দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে…

% দিন আগে

শীত ও গ্রাম-শহরের পিঠা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫ খৃস্টাব্দ, ২৫ পৌষ ১৪৩১…

% দিন আগে

যে ফলে কামড় দিলেই খিলখিলিয়ে হেসে উঠবে ত্বক!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমরা জানি মোটামুটি সব ধরনের মৌসুমি ফল এবং সবজিই স্বাস্থ্য…

% দিন আগে

অনার বাংলাদেশ নিয়ে আসছে ‘এক্সাইটিং’ ডিভাইস!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মোবাইল হ্যান্ডসেটের এন্ট্রি-লেভেল ক্যাটাগরিতেও ব্যবহারকারীদের চমকে দিতে প্রস্তুত অনার বাংলাদেশ।…

% দিন আগে

মৌরি প্রদাহ কমায়: তবে খাওয়ার নিয়ম মানতে হবে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মৌরির গুণের কথা বলে শেষ করা যাবে না। চিকিৎসকরা জানিয়েছেন,…

% দিন আগে