দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সশস্ত্র সংঘাতের কারণে আরব সামরিক জোট গঠনের প্রয়োজনীয়তা বাড়ছে বলে মন্তব্য করেছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি।
সশস্ত্র সংঘাত দিন দিন বাড়তে থাকার কারণে আরব অঞ্চলের দেশগুলোর মধ্যে সামরিক জোট গঠনের প্রয়োজনীয়তাও ক্রমেই বাড়ছে বলে মনে করছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি। গতকাল রবিবার মিশরের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ধারণকৃত ভাষণে তিনি এই মতামত প্রকাশ করেন।
গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে শাসনভার নেওয়া সাবেক এই সেনাপ্রধান সিসি অবশ্য দাবি করেন, অন্য কোনো দেশে শক্তি প্রদর্শন বা বাইরের কোনো জাতির ওপর হামলার ইচ্ছে মিশরীয় সেনাবাহিনীর নেই। সেইসঙ্গে তিনি বলেন, ‘মিশরের পাশাপাশি এই অঞ্চলের ভ্রাতৃপ্রতিম আরব রাষ্ট্রগুলো চাইলে তাদের সহযোগিতা ও প্রয়োজনীয়তার ভিত্তিতে নিরাপত্তা জোরদারে এগিয়ে আসতে প্রস্তুত কায়রো।’
তিনি আরও জানান, গত সপ্তাহে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ২১ মিশরীয় নাগরিকের শিরশ্ছেদ করার পর তাদের প্রতিহত করতে মিশরীয় সরকারকে সহযোগিতা করার জন্য সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছে জর্ডান এবং সংযুক্ত আরব আমিরাত।
সেনাপ্রভাবিত নির্বাচনে ক্ষমতায় আসা এ প্রেসিডেন্ট বলেছেন, সংগঠিত আরব সামরিক জোটের প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে। এখন কেবলমাত্র কয়েকটি দেশ সহযোগিতার হাত বাড়ালেই হবে না, সম্ভবত এই অঞ্চলে সশস্ত্র সংঘাত দমনে সামরিক জোট গঠনের সময় এসেছে।