The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

নিষ্পাপ প্রকৃতির মতোই বিদ্বেষহীন এক সমাজের প্রত্যাশা

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। আজ শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৫ খৃস্টাব্দ, ১৬ ফাল্গুন ১৪২১ বঙ্গাব্দ, ৮ জমাদিউল আউয়াল ১৪৩৬ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।

nature & the prospect of babes

প্রতিদিন সূর্য উদয় হয় আবার তা অস্তও যায়। এভাবেই চলছে পৃথিবী। এই নিয়মের কোনো হের-ফের হচ্ছে না। প্রকৃতির অঘোম নিয়ম মেনেই চলছি আমরা।

কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা প্রকৃতির সেই নিয়ম-অনিয়মের তোয়াক্কা অনেক সময় করে না। আর তাই আমাদের সমাজে হিংসা-হানাহানি লেগেই থাকে। মাঝে মাঝে মনে হয় সত্যিই যদি এমন দৃশ্যের মতোই এক সূর্য উদয় হতো, যেখানে থাকতো না কোনো হিংসা-হানাহানি আর বিবাদ। সবাই সবার বন্ধু হতো। কেও কাওকে হিংসা করতো না। কেও কারও সঙ্গে বিবাদে জড়াতো না। সবাই সুখে-শান্তিতে একে অপরের সহমর্মিতার দৃষ্টান্ত হয়ে বসবাস করতো। এমন সমাজ কি আমরা পেতে পারি না? আসুন না আমরা একবার চেষ্টা করে দেখি।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...