The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

পরীমনির ‘নগর মাস্তান’ অশ্লীলতার দায়ে সেন্সরবোর্ডে আটকে গেছে!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ঘুরে-ফিরে আবার সেই এক নায়িকা পরীমনির কথা। এবার পরীমনির ‘নগর মাস্তান’ অশ্লীলতার দায়ে সেন্সরবোর্ডে আটকে গেছে- এমন খবর পাওয়া গেলো।

Pori-Moni & obscenity

পরীমনি অভিনীত চলচ্চিত্র ‘নগর মাস্তান’ ছবিটি সেন্সরবোর্ডে আটকে গেছে। আর এটি আটকে যাওয়ার কারণ হলো অশ্লীলতা। রাকিবুল ইসলাম রাকিব পরিচালিত এই ছবির বিরুদ্ধে অভিযোগ উঠেছে অশ্লীল দৃশ্যের ছড়াছড়ি এবং বেশকিছু অসংলগ্ন সংলাপের।

সেন্সরবোর্ডসূত্র জানিয়েছে, ছবিটি আটকে গেলেও আপিল করার সুযোগ পাবে। অশ্লীল দৃশ্য ও অসংলগ্ন সংলাপ ফেলে দিয়ে আপিল করলে ছবিটি আলোর মুখ দেখতেও পারে।

অশ্লীলতা প্রসঙ্গে পরীমনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি কোনো অশালীন দৃশ্যে অভিনয় করিনি। জানিনা ছবিটির কোন অংশে অশ্লীলতা রয়েছে। নিশ্চয়ই আমি এমন কোনো দৃশ্যে কখনই অভিনয় করবো না, যা আমি পরিবার পরিজন নিয়ে কখনও দেখতে পারবো না।’

শফিকুল ইসলামের প্রযোজনায় ‘নগর মাস্তান’ ছবিটিতে পরীমনি ছাড়াও অভিনয় করেছেন শাহরিয়াজ, জায়েদ খান, সাগর, নবাগতা টিটান চৌধুরী এবং মিজু আহমেদসহ প্রমুখ।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...