দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বকাপ ক্রিকেটে আজ চতুর্থ ও সর্বশেষ কোয়ার্টার ফাইনালে ওয়েস্টইন্ডিজকে পরাজিত করে নিউজিল্যান্ড সেমিতে উঠেছে।
বিশ্বকাপ ক্রিকেটে আজ চতুর্থ ও সর্বশেষ কোয়ার্টার ফাইনালে ওয়েস্টইন্ডিজকে পরাজিত করে নিউজিল্যান্ড সেমিতে উঠেছে। প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৫০ ওভারে গুপটিলের ডাবল সেঞ্চরির (২৩৭) সুবাদে ৩৯৩ রান করে।
জবাবে ওয়েস্টইন্ডিজ ৩০.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫০ রান করে। অর্থাৎ ১৪৩ রানে জয়ী হয় নিউজিল্যান্ড।
গত ৩ দিনের আসরে দক্ষিণ আফ্রিকা, ভারত ও অস্ট্রেলিয়া ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছায়। আজকের বিজয়ী দল নিউজিল্যান্ড মিলে চারটি দলের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। তারপর সেই কাঙ্খিত ফাইনাল পর্ব। যা নিয়ে দীর্ঘদিন ধরে বিশ্বের কোটি কোটি ক্রিকেটভক্তরা অপেক্ষা করে আসছেন।
দি ঢাকা টাইমস্ এ সরাসরি খেলা দেখতে ক্লিক করুন।