দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের বোস্টনে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় গত ১৬ এপ্রিল বোমা হামলার ঘটনার তথ্য প্রকাশ করেছে হামলার তদন্তে দায়িত্ব পালনকারী গোয়েন্দা সংস্থা এফবি আই। তারা জানিয়েছেন, একটি প্রেসার কুকারের মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। খবর অনলাইন পত্রিকা সূত্রের।
ওই অনলাইন পত্রিকা সূত্র আরও জানিয়েছে, এফবি আই হামলার স্থল থেকে যে আলামত সংগ্রহ করেছে সে বিষয়ে মার্কিন প্রতিনিধি পরিষদের হোমল্যান্ড সিকিউরিটি এবং এফবি আইর প্রকাশিত যৌথ বুলেটিনে বলা হয়, একটি প্রেসার কুকারের মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। প্রেসার কুকারটি একটি কালো পলিথিন দিয়ে মোড়ানো ছিল।
ওই ঘটনাস্থল থেকে একটি সার্কিট বোর্ডও উদ্ধার করা হয়েছে বলে আইন প্রয়োগকারী সংস্থা থেকে জানানো হয়। বোর্ডটি হামলায় ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে তা এফবিআইর পরীক্ষাগারে পাঠানো হয়েছে, যেটি (প্রেসার কুকার) টেকনিশিয়ানরা পুনর্র্নিমাণ করার চেষ্টা করছেন বলে হামলার ঘটনার তদন্তে নেতৃত্বাধীন বিশেষ এজেন্ট রিক ডেসলরিয়ারস জানান।
তিনি আরও জানান, কেও না কেও হামলাকারীকে চেনে। স্থানীয়রা তদন্তে সাহায্য করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এখন পর্যন্ত কেও হামলার দায় স্বীকার করেনি বলে তিনি জানান।
এদিকে নিহতদের স্মরণে প্রেসিডেন্ট বারাক ওবামা ১৮ এপ্রিল এলাকাটি পরিদর্শনে যাবেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যগুলো জানায়।
উল্লেখ্য, বোস্টনে বিশ্বের সর্ববৃহৎ ম্যারাথন দৌড়ে ১৬ এপ্রিল বোমা হামলায় মার্টিন রিচার্ড নামে এক আট বছর বয়সী শিশুসহ ৩ জন নিহত হয়। এছাড়া আহত হন কমপক্ষে ১৫০ জন। হামলার পর প্রেসিডেন্ট ওবামা ঘটনাটিকে ‘সন্ত্রাসী হামলা’ বলে উল্লেখ করেন এবং দোষীদের খুজে বের করে শাস্তির আশ্বাস দেন।
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪ খৃস্টাব্দ, ৩০ কার্তিক ১৪৩১…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অনেকই সুজি খেতে খুবই ভালোবাসেন। তাই তারা প্রতিদিন সুজির পায়েস,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান চলচ্চিত্র বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। ঢালিউড…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আপনার যদি প্রতিদিন চিকেন খাওয়ার অভ্যাস থাকে, তাহলে জেনে রাখুন,…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কোটা সংস্কার আন্দোলনের সংগঠন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’- এর অন্যতম সমন্বয়ক…
দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দেন…